Advertisment

রাস্তা দিয়ে ছুটে চলা বিমান আটকে ব্রিজের নিচে, তোলপাড় ফেলা খবর ঘিরে তুঙ্গে চর্চা

রাস্তায় আটকে পড়া বিমান দেখতে ভিড়ও জমে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
ihar,Bihar Police

রাস্তায় আটকে পড়া বিমান দেখতে ভিড়ও জমে যায়।

ব্রিজের নিচে আটকে আস্ত 'বিমান', তোলপাড় ফেলা খবরে তুঙ্গে চর্চা। রাস্তা ঘাটে বিমান চলাচল করতে সাধারণ ভাবে কেউ'ই কখনও দেখিনি। আচ্ছা ধরুন আকাশের বিমান মাটিতে চলে তাহলে কেমন পরিস্থিতি হবে? ভেবে দেখেছেন কখনও? এমন ছবিই কিন্তু ধরা পড়ল বিহারের মোতিহারিতে।

Advertisment

যেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রিজের নিচে আটকে গেল একটি বিমান। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যপক যানজটের সৃষ্টি হয়। বাতিল হয়ে যাওয়া বিমানটি মুম্বই থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। পিপরাকোটি এলাকার একটি ব্রিজের নিচে এসে সেটি আটকে পড়ে।
এদিকে রাস্তায় আটকে পড়া বিমান দেখতে ভিড়ও জমে যায়। অনেকে আবার এই দৃশ্য নিজের ফোনে তুলতেও শুরু করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান বহনকারী ট্রাকের চালক ব্রিজের উচ্চতা বুঝতে পারেনি। তাই এই ধরণের একটি ঘটনা ঘটেছে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিমানটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।

দূর-দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেন বিমানটিকে দেখতে।আসলে, এটি প্লেনে একটি ট্রাকে রাখা হয়েছিল। এই বিমানটিকে পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টার দিকে মতিহারির পিপরা কোঠির কাছে ঘটনাটি ঘটে। মোতিহারির (সদর) সহকারী পুলিশ সুপার রাজ বলেছেন, “একটি ট্রাকে লখনউ থেকে অসমে নিয়ে যাওয়ার সময় ট্রাকের চালক ব্রিজের উচ্চতা বুঝতে না পাআয় ঘটে যায় এই বিপত্তি। বিমানের সামনের অংশ সেতুর নিচ দিয়ে গেলেও পেছনের অংশ আটকে যায়। কয়েক ঘণ্টা পর ব্রিজের নিচ থেকে বিমানটিকে বের করে আনা হইয়। এরপর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

Viral Video
Advertisment