Mumbai airport Viral Video: অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী দুটি বিমান। রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বই বিমানবন্দরের হাড়হিম করা করা ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটদুনিয়ার মানুষজন।
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের রুদ্ধশ্বাস একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে দুটি উড়ো জাহাজ অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। সংঘর্ষ ঘটলে দুর্ঘটনায় অনেক যাত্রীর নিহত হওয়ার আশঙ্কা ছিল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একই রানওয়েতে দুটি বিমান মুখোমুখি । বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান কয়েকশো যাত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে ইন্ডিগো বিমান (IndiGo Flight) রানওয়েতে দ্রুত গতিতে অবতরণ করছে। ওই একই সময়ে ইন্ডিগো বিমানের কয়েক মিটার ব্যবধানে আকাশে ওড়ার জন্য ছুটছে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান। এমন ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠছেন সাধারণ মানুষ। রানওয়েতে ইন্ডিগোর বিমানটি নিরাপদে অবতরণ করার সঙ্গে সঙ্গে কর্মকর্তা ও যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
আরও পড়ুন : < Trending News: ‘জিরো-ওয়েস্ট ওয়েডিং’, অভিনব কনসেপ্ট, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়! >
ঘটনার তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ)। ডিজিসিএ অবিলম্বে এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসারদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।