New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_4677b1.jpg)
টিনের কৌটো দিয়ে তৈরি একতারা, সুরের নেশায় বুঁদ নেটপাড়া, শিল্পীকে কুর্নিশ
টিনের কৌটো দিয়ে তৈরি একতারা, সুরের নেশায় বুঁদ নেটপাড়া, শিল্পীকে কুর্নিশ
এটাই আসল প্রতিভা! বিভিন্ন সরঞ্জাম থেকে হাতে বানানো একতারায় বেজে উঠল 'মেরে রাশকে কামার'-এর সুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখার ব্যক্তির ট্যালেন্টকে স্যালুট জানাচ্ছেন নেটপাড়া। ভিডিওতে দেখা যায়, ব্যক্তি টিনের কৌটো গাছের ডাল দিয়ে তৈরি করেছেন একতারা। তাতে ফুটিয়ে তুলেছেন এক অনবদ্য সুর।
এদেশে মেধার অভাব নেই, অভাব কেবল সঠিক সুযোগের। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এমন অনেক প্রতিভা সামনে আসে যারা সঠিক সুযোগ পেলে তাদের জীবনকে অনেকটা এগিয়ে যাবে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর আপনিও একমত হবেন যে এই লোকটি সুযোগ পেলে অনেক দুর পৌঁছাতে পারবেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফেলে দেওয়া সরঞ্জাম থেকে একতারা বানিয়ে তাতে ফুটিয়ে তুলেছেন 'মেরে রাশকে কামার'-এর সুরও। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৪ লাখ ৮৪ হাজার মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- সঠিক সুযোগ পেলে ইনি অনেক এগিয়ে যাবেন। আরেক ব্যবহারকারী লিখেছেন- এমন প্রতিভা ভাইরাল করা উচিত। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- প্রতিভা আছে, এতে কোনো সন্দেহ নেই।