বিভেদের মধ্যে একতার বার্তা দিয়ে পাঞ্জাবি যুবকের গানের ভিডিও শেয়ার করলেন আপ্লূত মোদী। দক্ষতায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করেছেন তিনি। পাঁচটি ভাষায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশারিয়া’ গেয়ে চমক পাঞ্জাবি যুবকের। গায়কের দক্ষতাকে কুর্নিশ জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। প্রতিটি অঞ্চলের নিজস্ব ভাষা-সংস্কৃতি রয়েছে যা সেই অঞ্চলের ইতিহাসকে সকলের সামনে মেলে ধরে।সেই কারণেই যখন স্নেহদীপ সিং কালসি ৫টি ভিন্ন ভাষায় জনপ্রিয় গান কেশরিয়া গেয়েছিলেন, তার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়।
ব্রহ্মাস্ত্র ছবির আইকনিক গান কেশরিয়া, কেশরিয়া মিম ঝড়ে বুঁদ নেটিজ়েনরা। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র ছবির কেশরিয়া তেরা ইশক হ্যায় পিয়া গানটির উন্মাদনা সোশ্যাল মিডিয়ায় এখনও অব্যাহত। সম্প্রতি, এক পাঞ্জাবি যুবক চারটি আঞ্চলিক ভাষায় গানটিকে এমনভাবে ‘রিমিক্স’ করেছেন যে শুনে আপনিও ‘মন্ত্রমুগ্ধ’ হয়ে যাবেন।
বলিউডের অন্যতম রোমান্টিক এবং বিখ্যাত গায়ক অরিজিত সিংয়ের ‘কেশরিয়া তেরা ইশক হ্যায় পিয়া’ গানটি ছিল ২০২২ সালের ইউনিক রোমান্টিক গান। সোশ্যাল মিডিয়ায় দাপট দেখিয়েছে এই কেশরিয়া মিম। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই গানটির এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে চারটি ভাষায় আইকনিক সুরে এই গানটি শুনে রীতিমত অবাক নেটিজেনরা। গানটির প্রশংসা করেছেন আনন্দ মাহিন্দ্রা স্বয়ং। এই গানটি শোনার পর আনন্দ মাহিন্দ্রাও গানটির প্রশংসা করেছেন। ভিডিওটি শেয়ার করার সময় লিখেছেন- ‘খুব সুন্দর কন্ঠ’।
সিং নামের একটি পেজ থেকে টুইটারে এক পাঞ্জাবি গায়কের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে পাঞ্জাবি গায়ককে মালায়ালাম, তামিল, কন্নড়, তেলেগু এবং হিন্দিতে গানটি গাইতে দেখা যাচ্ছে। গায়কের প্রশংসা করতে খামতি রাখেন নি মোদী স্বয়ং। তিনি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আশ্চর্যজনক উপস্থাপনা’! ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর চেতনার একটি দুর্দান্ত উপস্থাপন।২ লাখ ৭৯ হাজারের বেশি ভিউ সহ, প্রধানমন্ত্রী মোদীর পোস্টটি দ্রুত ভাইরাল হচ্ছে।