ব্রিকসের মঞ্চে পড়ে তেরঙ্গা, দেখা মাত্রই তুলে পকেটে রাখলেন মোদী, দেখুন ভিডিও

মোদী মঞ্চে পড়ে থাকা তেরঙ্গা নিজের হাতে তুলে পকেটে রাখলেন।

মোদী মঞ্চে পড়ে থাকা তেরঙ্গা নিজের হাতে তুলে পকেটে রাখলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Prime Minister,Narendra Modi,Indian flag,BRICS,PM Modi,Indian tricolour

ব্রিকসের মঞ্চে পড়ে তেরঙ্গা, সম্মানের সঙ্গে তুলে পকেটে রাখলেন প্রধানমন্ত্রী মোদী।

ব্রিকসের মঞ্চে পড়ে তেরঙ্গা, সম্মানের সঙ্গে তুলে পকেটে রাখলেন প্রধানমন্ত্রী মোদী। এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফের একবার মোদী মোদী স্লোগানে মুখরিত দেশ। ব্রিকসের মঞ্চে অটুট দেশপ্রেম। আর সেই ভিডিও মোহিত করল আপামোর দেশবাসীকে। মোদী মঞ্চে পড়ে থাকা তেরঙ্গা নিজের হাতে তুলে পকেটে রাখলেন।

Advertisment

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়, তিনি ব্রিকসের মঞ্চে ভারতীয় তেরঙ্গার প্রতি সম্মান প্রদর্শন করেন। যা আপামোর ভারতীয়র মন জিতে নেয়। মাটিতে পড়ে থাকা তেরঙ্গা তুলে পকেটে রেখে দেশের প্রতি বিরাট সম্মান প্রদর্শন করেন মোদী।

BRICS-এ গ্রুপ ফটো সেশনের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্য করেন যে একটি ভারতীয় তেরঙ্গা মঞ্চে পড়ে রয়েছে। তেরঙ্গা যেন কারুর পায়ের নিচে না পড়ে, তাই  প্রধানমন্ত্রী মোদী সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে সেটিকে তুলে নিজের পকেটে রেখে দেন।

Advertisment

এই সময়ে, একজন ব্যক্তি এসে মোদীর কাছে তেরঙ্গা চান, কিন্তু সেই ব্যক্তিকে তেরঙ্গা দেওয়ার পরিবর্তে, প্রধানমন্ত্রী মোদী তা নিজের পকেটে রাখেন, যা বিশ্ব মঞ্চে দেশের প্রতি তার অগাধ ভালবাসা প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর এই ভিডিও। এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তেরঙ্গা তুলে পকেটে রেখে দিতে।

modi