লকডাউনে দেশবাসীর মনোবল বৃদ্ধিতে নতুন পন্থা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে বার্তা দিয়েছিলেন, রবিবার রাত ৯টায় ঘরের সমস্ত আলো নিভিয়ে নিজের বাড়ির বারান্দায় এসে প্রদীপ, মোমবাতি বা টর্চের আলো জ্বালাতে ও একযোগে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। এদিন বলেছিলেন, “আমাদের প্রমাণ করতে হবে আমরা কেউ হেরে যাইনি। আমরা প্রত্যেকে বাড়িতে থেকেও আমরা কারোর থেকে বিচ্ছিন্ন নই।” কিন্তু বেশ কিছু মানুষ ফের রাস্তায় নেমে পরলেন। রাস্তায় মোমবাতি মিছিল করলেন একযোগ হয়ে। কারণ অবশ্য জানা যায়নি। কিন্তু এভাবে একযোগ হওয়ার বার্তা প্রধানমন্ত্রী ঘোষণা করেননি।
ভিডিও ভাইরাল হওয়ার পরই বেজায় চটে যান নেট নাগরিকদের একাংশ। কারণ, যেখানে ‘সোশাল ডিস্টেন্স’ পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউন জারি রয়েছে। সেখানে মানুষ রাস্তায় বেরিয়ে মিছিল করছেন।
দেখুন ভিডিও…