New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/modi-peacock_1200_insta-1.jpg)
ঠিক কী ভাবে দিন শুরু হয় সেই ছবিই এ দিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
করোনার জেরে ত্রস্ত গোটা দেশ। এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেয়ার করা ভিডিও চমকে দিল সোশ্যাল মিডিয়াকে। একেবারে ভিন্ন রূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দেখা যাচ্ছে, সকালে শরীর চর্চা করার পর ময়ুরকে নিজের হাতে খাওয়াচ্ছেন তিনি। যে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
‘প্রেশাস মোমেন্ট কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। ময়ূরের মুখে তুলে ধরেছেন দানা। সঙ্গে রয়েছে হিন্দিতে একটি কবিতাও। তাতে ময়ূরের সৌন্দর্য তুলে ধরা হয়েছে।
৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন। সেখানে প্রায়শই ময়ূরের আনাগোনা ঘটে। ভিডিও দেখে আন্দাজ পাওয়া যাচ্ছে, ঠিক কী ভাবে দিন শুরু হয় সেই ছবিই এ দিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
দেখুন ভিডিওতে...
भोर भयो, बिन शोर,
मन मोर, भयो विभोर,
रग-रग है रंगा, नीला भूरा श्याम सुहाना,
मनमोहक, मोर निराला।
रंग है, पर राग नहीं,
विराग का विश्वास यही,
न चाह, न वाह, न आह,
गूँजे घर-घर आज भी गान,
जिये तो मुरली के साथ
जाये तो मुरलीधर के ताज। pic.twitter.com/Dm0Ie9bMvF— Narendra Modi (@narendramodi) August 23, 2020