New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-287.jpg)
ওই ব্যক্তি ভয়ে তার দুই হাত শূন্যে তুলে দিয়েছেন।
জামার ভিতর ঢুকে গেল বিষধর কেউটে। ভিডিওটি দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বইতে শুরু করবে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিষাক্ত কেউটে সাপ এক ব্যক্তির জামার ভেতরে ঢুকে পড়েছে। কীভাবে সাপটি ভিতরে ঢুকে পড়ল তা নিয়েই বাড়ছে সংশয়। তবে যেভাবে সাপটিকে জামা থেকে বের করা হল তা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম ঝড়বে আপনারও। ভিডিওতে দেখা যায়, সাপটি এক ব্যক্তির জামার ভিতরে ঢুকে পড়েছে। ভিডিওতে ওই ব্যক্তিকে খুন ভয় পেয়ে যেতে দেখা যাচ্ছে। কিছু মানুষ ওই ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে এসেছেন।
😃😃
🥵🥵🥵🥵 pic.twitter.com/XgJx0FjM4G— Rupin Sharma IPS (@rupin1992) July 26, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিষাক্ত কেউটে সাপ এক ব্যক্তির জামার ভিতরে ঢুকে পড়েছে, বোতামের ফাঁক দিয়ে উঁকিও মারতে দেখা গিয়েছে সাপটিকে। ভিডিওতে শোনা যাচ্ছে সেখানে উপস্থিত কিছু লোক ওই ব্যক্তিকে নড়াচড়া করতে বারণ করছেন। এরপর ওই ব্যক্তি ভয়ে তার দুই হাত শূন্যে তুলে সাপটি জামা থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করছেন। সেখানে উপস্থিত একজন জামার বোতাম খুলতে শুরু করেন সাপটিকে বের করার জন্য। এর পর ধীরে ধীরে তার জামা থেকে সাপটি বেরিয়ে আসে।