Advertisment

তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রি, নিমেষের মধ্যে জমাট বাঁধছে বরফ

উষ্ণ জল ছুড়ে দিলে তা রাতারাতি শূন্যেই বরফে পরিণত হচ্ছে, গরম নুডলসও জমে যাচ্ছে। ভেজা চুল জমে বরফ হয়ে যাচ্ছে, বোতলে ভরা ভদকাও বরফ আকার নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যুদ্ধ চলছে আমেরিকায়। ব্রেক ফেল করেছে পারদ, ক্রমান্বয়ে নীচে নামতে নামতে মাইনাস ৪৯ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে তাপমাত্রা। নিমেষের মধ্যে বরফ হয়ে যাচ্ছে চতুর্দিক। জলের বিন্দুমাত্র রেশ থাকলেই তা জমাট বাঁধতে সময় নিচ্ছে কয়েক সেকেন্ড। বন্ধ রয়েছে স্কুল, অফিস, সহ সমস্ত পরিষেবা। বরফের সঙ্গে দিন রাত যুদ্ধ করতে হচ্ছে আমেরিকার মধ্যপ্রাচ্যের পোলার ভোর্টেক্সের বাসিন্দাদের। ইতিমধ্যে মাত্রাতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে প্রাণ গেছে ২১ জনের।

Advertisment

শিকাগো, মিনিয়াপলিস এবং আইওয়ার বাসিন্দাদের সবচেয়ে খারাপ অবস্থা। নিত্যদিনের জীবনে স্থগিতাদেশ পড়েছে তাঁদের। বিরতি দিতে হয়েছে খাওয়া দাওয়াতেও। কারণ উষ্ণ জল ছুড়ে দিলে তা রাতারাতি শূন্যেই বরফে পরিণত হচ্ছে, গরম নুডলসও জমে যাচ্ছে। ভেজা চুল জমে বরফ হয়ে যাচ্ছে, বোতলে ভরা ভদকাও বরফ আকার নিয়েছে। এই পরিস্থিতি গোটা বিশ্বব্যাপী সাড়া ফেলেছে সোশাল মিডিয়া মাধ্যমে।

Advertisment

View this post on Instagram

Hurry up they said. Your food will get cold they said. #polarvortex

A post shared by James David (@lowlevelcoffeeboy) on

ভাইরাল ছবি এবং ভিডিওগুলির কয়েকটি বেশ ভীতিকর কিন্তু হাস্যকরও বটে! ভেজা চুল থেকে নুডলস, সবই কিছু বোধগম্য হওয়ার আগেই হিমায়িত হয়ে যাচ্ছে।

Read the full story in English

viral
Advertisment