New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-193.jpg)
পুলিশকর্মীর মহানুভবতাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা।
পুলিশকর্মীর মহানুভবতাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা।
রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক বৃদ্ধা। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় কোলে তুলে হাসপাতালের পথে ছুটলেন পুলিশ কন্সটেবল। এমনই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলেই পুলিশকর্মীর মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন।
অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় পুলিশ কনস্টেবল আহত বৃদ্ধা মহিলাকে তুলে নিয়ে ছুটলেন হাসপাতালে পথে। এমনই এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা মুহূর্তেই মানুষের মন জয় করে নিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ৬২ বছর বয়সী মহিলা তার স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় পথদুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মুম্বই পুলিশের একজন কনস্টেবল বৃদ্ধা মহিলাকে কোলে তুলে হাসপাতালের পথে ছুটতে শুরু করেন। মুম্বই পুলিশ এমন মহানুভবতার একটি ছবি শেয়ার করেছে। শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল হয়। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে তাকে তুলে কাছের হাসপাতালে নিয়ে যান ওই পুলিশ কর্মী।
Always On Duty!
On 16th August, a 62-year-old woman, on the way to the hospital to meet her husband, was hit by a two-wheeler while crossing the road.
On duty PC Sandeep Vakchaure immediately rushed to her help and took her to the nearby hospital without waiting for the… pic.twitter.com/uH0FPbO302— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) August 17, 2023
মুম্বাই পুলিশ পোস্টে লিখেছে "সর্বদা ডিউটিতে! ১৬ আগস্ট, ৬২ বছর বয়সী এক মহিলা যিনি তার স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। কর্তব্যরত পুলিশকর্মী অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করেই তড়িঘড়ি তাঁকে তুলে নিয়ে হাসপাতালের পথে ছোটেন"। পুলিশকর্মীর মহানুভবতাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা। এক ইউজার পুলিশকর্মীর প্রশংসা করে লিখেছেন, "দারুণ মানবিক উদ্যোগ।" অপর জন লিখেছেন, "আজকের দিনে এভাবেই সকলের পাশে থাকা উচিৎ"।