হেলমেট ছাড়াই স্কুটি চালাচ্ছিলেন এক আরোহী, পুলিশ দেখে যা করলেন, হাসির রোল উঠলো নেটদুনিয়ায়। এটা সকলেরই জানা যে, টু-হুইলার চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু তা সত্ত্বেও, কিছু মানুষজন ট্রাফিক নিয়ম উপেক্ষা করে হেলমেট না পরেই স্কুটি বা বাইক চালান। নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন তারা।
কঠোরভাবে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে চলেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে অনেক সময় রাস্তার মাঝখানে পুলিশকে হেলমেট চেক করতে দেখা যায়, এ্মন সময় হেলমেট না পরা লোকজনকে বিভিন্ন যুক্তি-তর্ক দিতেও দেখা যায়, আবার কেউ কেউ পুলিশকে দেখে দূর থেকে তাদের সঙ্গে থাকা বাইকটিকে ঘুরিয়ে নেন। সম্প্রতি এক মজার ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যেখানে হেলমেট না পরা এক ব্যক্তি পুলিশ দেখে আজব পন্থা অবলম্বন করেছেন।
ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন ব্যক্তিকে হেলমেট না পরার বদলে এমন কিছু করলেন যা দেখে রীতিমত অবাক সকলেই। ভিডিওতে হেলমেটের বদলে স্কুটি আরোহী মাথায় এমন একটা জিনিস পরেছেন, যা দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও এই ভিডিও দেখে অবাক।
ভিডিওর শুরুতে দেখা যায়, ওই ব্যক্তি প্রথমে একটি দোকানে যান এবং তারপর দুটি প্লাস্টিকের পাইপ যুক্ত করে তার মাথায় পরিয়ে দেন। ভিডিওতে, আপনি দেখতে পাবেন কিভাবে একজন ব্যক্তি সহজেই হেলমেটের পরিবর্তে অন্য কিছু পরে অনায়াসেই স্কুটি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ১৬ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটিকে লাইক করেছেন। ভিডিওটি দেখে মানুষজন বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন।