scorecardresearch

নাইট ডিউটি চলাকালীন ‘বাদশা’র গানে লিপ সিঙ্ক! ‘নজর কাড়া’ ভিডিওতে ‘তোলপাড়’ তিন পুলিশ কর্মীর

রিলটি এখন পর্যন্ত ৬ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন।

Policemen Making Reels, viral, trending, instagram, reel, viral video

আজকাল সোশ্যাল মিডিয়া জুড়েই রিলসের দাপট। রিল বানিয়ে ভাইরাল হওয়ার মরিয়া চেষ্টা সোশ্যাল মিডিয়ায় অব্যাহত। এই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল এই দারুণ ভিডিও। এই ভিডিওতে দেখা যায়, রাতের ডিউটি করার সময় সময় তিন কর্মী রিল তৈরিতে মত্ত। তিন পুলিশ কর্মীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। পুলিশ কর্মীদের ইনস্টাগ্রাম রিল সকলের নজর কেড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, তিনজন পুলিশকর্মী একসঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। তারা নাইট ডিউটি করছিলেন। সেই সময় অবসরে তিনজনই বাদশার গানে  লিপ সিঙ্ক করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। একেবারে মাঝখানে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীর নাম রবিরাজ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। তিনজন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় রিল তৈরি করতে।  তাদের অভিব্যক্তি মানুষের মন জয় করেছে। ভিডিওটি ১৪ এপ্রিল রবিরাজ তার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।

এরপর থেকে রিলটি  এখন পর্যন্ত ৬ লাখেরও বেশি মানুষ লাইক করেছে। একই সময়ে, ভিডিওটি ৭০ লাখের বেশি ভিউ পেয়েছে। ভিডিওটি অনেকেই পছন্দ করছেন। রবি রাজ, তার ইন্সটা বায়োতে ​​নিজেকে একজন প্রাক্তন টিকটকার হিসাবে বর্ণনা করেছেন। এই ভিডিও দেখে অনেক ব্যবহারকারী নানান মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী ভিডিওটিতে মন্তব্য করেছেন, ‘ইয়ে হাম কর লেঙ্গে, আপ দেশ বাঁচা লো’। সেই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘সাবধান এর জন্য চাকরি হারাতে হবে।’

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Policemen making reels