Advertisment

পরনে পুলিশের উর্দি, গিটার হাতে অরিজিতের গাওয়া গান! চমকে দেওয়ার মত পারফরমেন্স viral

ভাইরাল ভিডিওটিতে পুলিশের ইউনিফর্ম পরে এক যুবককে একটি গাড়িতে গিটার হাতে অরিজিৎ সিং-য়ের 'Apna Bana Le' গাইতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
viral video, singing viral video , viral singing video, policemen video, arijit singh song, arijit singh apna bana le piya, apna bana le piya, policemen singing arijit singh song, bollywood song, bhediya song, bollywood news in hindi,

পরনে পুলিশের উর্দি, গিটার হাতে অরিজিতের গাওয়া গান!

পরনে পুলিশের ইউনিফর্ম! হাতে গিটার, অরিজিত সিং-য়ের গাওয়া গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল! ভিডিও দেখে অবাক নেটিজেনরা। আজকাল সোশ্যাল মিডিয়ায় নাচ-গানের পাশাপাশি নানান শৈল্পিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হয়। নেক সময় এই ভিডিওগুলি মুহূর্তেই মানুষের জন ছুঁয়ে যায়। সম্প্রতি এক পুলিশকর্মীরা গানের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে, যা দেখে অরিজিত সিংয়ের ভক্তরাও প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারেন নি। ভিডিওটি দেখার পরে, অনেকেই পুলিশকর্মীকে বলিউডে প্লেব্যাক সিঙ্গিংয়ের সুযোগের দাবিও জানিয়েছেন।  

Advertisment

ভাইরাল ভিডিওটিতে পুলিশের ইউনিফর্ম পরে এক যুবককে একটি গাড়িতে গিটার হাতে অরিজিৎ সিং-য়ের 'Apna Bana Le' গাইতে দেখা যায়। তার গানের গলা শুনে ভক্তরাও প্রশংসা না করে থাকতে পারেন নি। এই ভিডিওতে একজন ব্যবহারকারী লিখেছেন, খুব ভালো। ঠিক অরিজিনালের মত। আরেকজন লিখেছেন, কী কন্ঠস্বর! খুব ভালো, তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, হিমেশ রেশমিয়া জি আপনি কোথায়। চতুর্থ ব্যবহারকারী লিখেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ, এই গানটি খুব ভালো লেগেছে।

এর আগে বিহারের এক গ্রামের একটি ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল, যা ইউজারদের মন ছুঁয়ে গিয়েছিল। ছেলেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, গায়ক হিমেশ রেশমিয়া তাকে প্লে ব্যাকের সুযোগ দেন। হাতে ব্রাশ নিয়ে মাঠের মাঝে গাওয়া গান তোলপাড় ফেলেছিল নেটদুনিয়ায়। বিহারের যুবকের গানের গলায় মজে নেটপাড়া থেকে সেলেবরাও। অভিনেতা সোনু সুদ থেকে কিংবদন্তী গায়ক সোনু নিগম সকলেই amarjeet jaikar-এর গানে একেবারে বিভোর।

সম্প্রতি ভাইরাল হওয়া এই গানটির কথা বলতে গেলে, অরিজিৎ সিংয়ের এই গানটি 'Bhediya' চলচ্চিত্রের, যেটি ২৫ নভেম্বর ২০২২-এ মুক্তি পায়। এতে বরুণ ধাওয়ান ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা গেছে কৃতি স্যাননকে।

viral
Advertisment