Advertisment

মায়ের চিকিৎসার জন্য লক্ষাধিক টাকার চেক 'মিড নাইট রানারে'র হাতে তুলে দিল বহুজাতিক সংস্থা

মায়ের চিকিৎসার জন্য প্রদীপের হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দিয়েছে রিটেল ব্র্যান্ড শপার্স স্টপ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মিড নাইট রানার প্রদীপকে মায়ের চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা দিল এক বহুজাতিক সংস্থা

সেই ভিডিও’র কথা মনে আছে? বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে ম্যাকডোনাল্ডের একটি আউটলেটে কাজ থেকে ফেরার সময় ছুটতে ছুটতে বাড়ি ফেরেন বছর ১৯ এর প্রদীপ মেহরা। সেনাবাহিনীতে যোগ দিতেই এই পরিশ্রম এমনটাই সিনে পরিচালক বিনোদ কাপরিকে জানিয়েছিলেন ওই যুবক। তার সেই ভিডিও আলোড়ন ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রদীপ জানিয়েছিল তার মা গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। এবার মায়ের চিকিৎসার জন্য প্রদীপের হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দিয়েছে রিটেল ব্র্যান্ড শপার্স স্টপ। আর এই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

মিড নাইট রানার প্রদীপের জীবন সংগ্রামের কাহিনী দেখে গর্বিত আপামোর দেশবাসী। জীবনে কঠিন সংগ্রাম করেও লক্ষে অবিচল এই যুবক।  উত্তরাখণ্ডের আলমোড়ার বাসিন্দা প্রদীপ এক সাক্ষাতকারে জানিয়েছে, “সেনাবাহিনীতে যোগদানই তার একমাত্র লক্ষ। তাই প্রতিদিন রাত্রে এভাবেই ছুটে বাড়ি ফেরেন তিনি। শারীরিক সক্ষমতার পরীক্ষায় যে পাশ করতেই হবে। সেই সঙ্গে ছেলেটি জানায়, সকালে দৌড়ানোর মত সময় নেই তার”। সকালে রান্না করা, সংসার সামলানো, অসুস্থ মায়ের সেবা যত্ন করতে করতেই তার সব সময় চলে যায়। তাই রাতের এই সময়কেই বেছে নিতে হয় দৌড়ানোর জন্য। তাকে সেনাবাহিনীতে যোগ দিতেই হবে।

আর তার সেই ভিডিও কিছুদিন আগেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমন ঘটনায় অভিভূত সকলেই। সিনে পরিচালক বিনোদ কাপরিকে প্রদীপ বলেন, “পরিশ্রমই সকল আশা পূর্ণ করার একমাত্র পথ”। কিশোরের কথায় মুগ্ধ হন, সিনে পরিচালক নিজেই তার টুইটার অ্যাকাউন্ট থেকেই এই ভিডিও আপলোড করেন। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও।

প্রদীপ রাতারাতি হয়ে ওঠে সকলের চোখের মনি। এবার সেই প্রদীপের হাতেই ২.৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন বহুজাতিক রিটেল চেন, শপার্স স্টপ। এই চেক তুলে দিয়ে সংস্থার তরফে টুইটার বার্তায় লেখা হয়েছে, “মায়ের চিকিৎসার জন্য মিড নাইট রানার প্রদীপ মেহেরার হাতে ২.৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন,” । এই পোস্ট ভাইরাল হতেই এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। একজন ইউজার লিখেছেন ‘স্বপ্ন পূরণে পাশে থাকার জন্য ব্র্যান্ডকে অভিনন্দন’।

Shoppers Stop midnight run vinod kapri Pradeep Mehra
Advertisment