৯০ লাখ টাকার মার্সিডিজ বেঞ্চ কিনে সকলকে তাক লাগালেন ‘এমবিএ চায়ে ওয়ালা’, ভিডিও শেয়ার করলেন ইনস্টাগ্রামে। তা দেখে সকলেরই চোখ ছানাবড়া।
আপনি নিশ্চয়ই ‘এমবিএ চায়ে ওয়ালা’-এর নাম শুনেছেন। এর কর্ণধার প্রফুল্ল বিল্লোর একজন বিখ্যাত ইন্টারনেট সেনসেশন। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে তার ভিডিও দেখেছেন। তার অনুপ্রেরণামূলক ভিডিও ক্লিপগুলি ইনস্টাগ্রামের রিলে খুব ভাইরাল হয়। আপনি যদি এনার সম্পর্কে এখনও না জেনে থাকেন তাহলে চিনে নিন প্রফুল্ল বিল্লরকে। এমবিএ ড্রপ আউট প্রফুল্ল বিল্লর। তিনি ২০১৭ সালে আইআইএম আহমেদাবাদের বাইরে এমবিএ চায়ে ওয়ালা নামে একটি চায়ের স্টল খোলেন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
আজ সারা দেশ জুড়ে রয়েছে ‘এমবিএ চায়ে ওয়ালা’র আউলেট। একজন সফল ব্যবসায়ী হিসাবে তিনি পরিচিত। পাশাপাশি প্রফুল বিল্লর একজন মোটিভেশনাল স্পিকার। এবার তার সাফল্যে যোগ হলো আরেকটি নতুন অধ্যায়। প্রফুল্ল বিল্লোর ৯০ লাখ টাকার একটি নতুন বিলাসবহুল মার্সিডিজ-বেঞ্জ এসইউভি কিনেছেন। প্রফুল তার নতুন মার্সিডিজ এসইউভি ডেলিভারি নিয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
প্রফুল্ল বিল্লোর বিলাসবহুল SUV-এর 300d সংস্করণ কিনেছেন। একটি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে নতুন এই বিলাসবহুল গাড়ি সকলের সামনে আনেন তিনি। প্রফুল্ল বিল্লোর ক্যাপশন লিখেছেন – ‘একেবারে নতুন মার্সিডিজ GLE 300d ভার্সন। কঠোর পরিশ্রম এবং অনুপ্রেরণার শক্তির প্রমাণ৷” Mercedes-Benz GLE 300d SUV-এর দাম ৯০ লক্ষ টাকা। গাড়িটি ৭.২ সেকেন্ডে 0-100 kmph গতিবেগে পৌঁছাতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি 225 kmph।