শুধুমাত্র লতা মঙ্গেশকরের গান নয়, বিদায় বোম্বকেশ ছবির সন্ধে নামার আগে গানটি গেয়ে ইন্টারনেটে সেনসেশন ছড়িয়েছে বছর দুয়েকের প্রজ্ঞা। অবশ্য প্রথমে এই গানটির জন্য ভাইরাল সে হয়নি। ইনস্টাগ্রামে পোস্ট হয় লতা মঙ্গেশকরের ‘লগ যা গলে’ (Lag ja gale) গানটি, যা অতি সহজে গড় গড় করে সুরে সুর মিলিয়ে গেয়ে ফেলে ছোট্ট খুদে। এরপরই দেখা যায় বিদায় ব্যোমকেশ ছবির ‘সন্ধ্যে নামার আগে’ গানটিও দিব্যি গাইতে পারে এই কন্যে। স্পষ্ট উচ্চারণ ও নিঁখুত সুরে ইন্টারনেট সেনসেশন ছড়িয়েছে ছোট্ট মেয়ে প্রজ্ঞা মেধা। ভিডিওটি শেয়ার করার সময় জানানো হয়েছে প্রজ্ঞা নাকি অনেক গানই গায়, তবে তার জন্য মুড থাকার প্রয়োজন রয়েছে।
View this post on Instagram
My kuchu baby ????????????????????. PS: She sings only when she is in good mood ????????