New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_adaa58.jpg)
সোশ্যাল মিডিয়াতে প্র্যাঙ্ক সংক্রান্ত নানান ভিডিও সামনে আসে। কিন্তু তাই বলে বাঘের সঙ্গে প্র্যাঙ্ক!
সোশ্যাল মিডিয়াতে প্র্যাঙ্ক সংক্রান্ত নানান ভিডিও সামনে আসে। কিন্তু তাই বলে বাঘের সঙ্গে প্র্যাঙ্ক!
বাঘের সঙ্গে 'বিপজ্জনক প্র্যাঙ্ক', ভয়ে কুপোকাৎ, মুহূর্তে ভিডিও ভাইরাল!
বাঘের সঙ্গে লুকোচুরি। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। সোশ্যাল মিডিয়াতে প্র্যাঙ্ক সংক্রান্ত নানান ভিডিও সামনে আসে। কিন্তু তাই বলে বাঘের সঙ্গে প্র্যাঙ্ক! তা দেখেই চমকে উঠেছেন মানুষজন।
ভিডিওতে বাঘের সঙ্গে এক ব্যক্তিকে লুকোচুরি খেলতে দেখা যায়। শুধু তাই নয়, ভিডিওতে দেখা ব্যক্তিকে বাঘকে পিছন থেকে স্পর্শ করে চমকে দেয়।
এই ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ শেয়ার করা হয়েছে ‘@AMAZlNGNATURE’ হ্যান্ডেল সহ। ভিডিওতে বাঘকে খাঁচায় শান্তিপূর্ণভাবে হাঁটতে দেখা যায়। ঠিক তখনই একজন লোক এসে তাকে নিঃশব্দে অনুসরণ করতে থাকে। আশ্চর্য্যের বিষয় সেই ব্যক্তি বাঘকে পিছন থেকে স্পর্শ করে চমকে দে য়। ফলে বাঘ ভয় পেয়ে মাটিতে পড়ে যায়।
Sneaking up on a tiger pic.twitter.com/wsbqNfbWLi
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) May 1, 2024
মাত্র কয়েকদিন আগে শেয়ার করা এই ভিডিওটি ১.১ কোটি বার দেখা হয়েছে এবং এর ভিউ ক্রমাগত বাড়ছে। এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। মন্তব্যে নেটিজেনরা বাঘের সঙ্গে লোকটির এমন আচরণকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করছেন।
নিজের নার্ভাসনেস প্রকাশ করে এক ব্যবহারকারী লিখেছেন, 'ভিডিও দেখে আমি আতঙ্কিত'। অপর এক ইউজার লিখেছেন বিপজ্জনক প্রাণীদের সঙ্গে এভাবে ঠাট্টা করবেন না।'