এইরকম ভাবে গাছে চড়ে ছবি তুলেছেন?

আপনি কি ছবি তুলতে পারদর্শী। এই অ্যাঙ্গেলটা ট্রাই করেছেন কোনোদিন ?

আপনি কি ছবি তুলতে পারদর্শী। এই অ্যাঙ্গেলটা ট্রাই করেছেন কোনোদিন ?

author-image
IE Bangla Web Desk
New Update
style of wedding photography

ছবি তুলতে গাছে উল্টে ঝুললো ফটোগ্রাফার

আপনি কি ছবি তুলতে খুব পারদর্শী ? বাজারে নাম ডাক আছে আপনার ? দেখুন তো এরকম ভাবে আপনি কোনোদিনও ছবি তুলেছেন কিনা ? তবে তুললে যে ছবি মন্দ উঠবে এমনটাও নয় কিন্তু ।

Advertisment

একেবারে গাছে চড়ে প্রি ওয়েডিং ফটোগ্রাফি। কপোত কপোতী গাছের নিচে দাঁড়িয়ে, স্বয়ং ফটোগ্রাফার চড়েছেন গাছের ডালে। চাহিদা টপ শট। শুধু গাছে চড়া নয়, পা দিয়ে ডাল ধরে উল্টো হয়ে শরীর ভাসিয়েছেন শূন্যে। ছবি তুলে ক্যামেরা দিয়ে দেন বরের হাতে। তারপর অনায়াসে উল্টো ডিগবাজি দিয়ে নেমে আসেন নিচে। আদবকায়দা দেখে বোঝাই যায় এহেন ফোটোগ্রাফিতে বেশ পটু এই ফটোগ্রাফার। বর্তমানে এই ভিডিও ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

Advertisment

তবে এইভাবে ফটো তোলা কিন্তু সহজ নয়। তারজন্য লাগবে দক্ষতা এবং সজাগ বুদ্ধি । সুযোগ হলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন। তবে সর্তকতা বজায় রেখে।

আরও পড়ুন: ধোনিকে নিয়ে কি বললেন জিভা, দেখুন ভিডিওটি

viral