scorecardresearch

সাধের অনুষ্ঠান মঞ্চ কাঁপিয়ে নাচ দম্পতির, ভিডিও দেখে উল্লাসে মেতে উঠলেন সকলেই

এক দিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে, ভিডিওটি ১১ লক্ষ মানুষ দেখেছেন।

Viral video, viral dance video, baby shower, viral clip, Viral, Danish students, bollywood, baby shower viral, viral clip,Viral video, Viral dance video, Baby shower, viral clip, Viral, Danish students, Bollywood, baby shower viral

সাধের অনুষ্ঠান মঞ্চ কাঁপিয়ে সাড়া ফেলে দেওয়া নাচ মহিলার। হাততালি দিয়ে স্বাগত জানালেন অনুষ্ঠানে আগত সকলেই। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়ছে। ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি, নাচ-গানের হাজারো ভিডিও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সাধের অনুষ্ঠানে আগত অথিতিদের সামনেই ‘মান মেরি জান’ গানের তালে মহিলার তোলপাড় ফেলে দেওয়া নাচ। যা দেখে ইউজাররা তো রীতিমত অবাক। ডিম্পল ব্রহ্মভট্টের শেয়ার করা এই ভিডিও সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

ইন্সটা বায়ো অনুসারে জানা গিয়েছে ডিম্পল নিজে একজন মেকআপ আর্টিস্ট। মুম্বইয়ের বাসিন্দা ডিম্পল, ভিডিও শেয়ার করে ট্যাগ করেছেন শিবানী এবং নিশিকেতকে। সাধের অনুষ্ঠানে ‘মান মেরি জান’ গানের তালে তালে পা মেলাচ্ছেন এই দম্পতি। সকলেই তা দেখে উল্লাসে মেতে উঠেছেন। এক দিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে, ভিডিওটি ১১ লক্ষ মানুষ দেখেছেন। সংখ্যাটি রোজই বাড়ছে। ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে ‘মিষ্টি প্রতিক্রিয়া’ও সংগ্রহ করেছে।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Pregnant woman dances to maan meri jaan at her baby shower netizens react