New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_688696.jpg)
ভিডিওটি এক্স- এ ২ লাখেরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে।
ভিডিওটি এক্স- এ ২ লাখেরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে।
ভিডিওটি এক্স- এ ২ লাখেরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে।
স্কুলে শিক্ষিকারা সময় মতো এসে পৌঁছালে প্রায় দিনই দেরি করে স্কুলে আসেন স্কুলের প্রিন্সিপ্যাল ম্যাডাম। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই শিক্ষিকাদের মধ্যে জমা হচ্ছিল অসন্তোষের মেঘ। এবার ধৈর্য্যের বাধ ভেঙে যায় একদিন। প্রিন্সিপ্যাল গুঞ্জা চৌধুর্রি দেরি করে স্কুলে আসায় তাঁকে তিরস্কার করেন স্কুলের এক শিক্ষিকা।
এরপরই শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। তা থেকে রীতিমত স্কুল চত্ত্বরেই চুলোচুলি বেধে যায়। এখন শিক্ষিকার সঙ্গে প্রিন্সিপ্যাল ম্যাডামের হাতাহাতির ভিডিও ক্রমশই ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। শিক্ষিকা দাবি করেছেন যে অধ্যক্ষও গত চার দিন ধরে দেরি করে স্কুলে আসছেন। দেরিতে আসা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তা থেকেই শুরু হয় হাতাহাতি।
ঘটনাটি ঘটে ৩রা মে আগ্রার একটি প্রাথমিক বিদ্যালয়ে। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে। প্রিন্সিপ্যাল ম্যাডাম ও শিক্ষিকা উভয়ের মধ্যেই চলে কথা কাটাকাটি, এরপরই একে অপরকে অশালীন ভাষায় আক্রমণ করেন। এরপর তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।
A Principal in Agra beat up a teacher this bad just because she came late to the school. Just look at her facial expressions. She's a PRINCIPAL 😭 @agrapolice pic.twitter.com/db8sKvnNvs
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) May 3, 2024
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য কর্মীরা দুজনকে শান্ত করার চেষ্টা করলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। মারামারিতে প্রিন্সিপ্যাল ম্যাডামের কাপড় ছিঁড়ে যায় এবং শিক্ষিকাকে চুল টেনে পাল্টা মারধর করতে দেখা যায় তাকে। এর ফলে ওই শিক্ষিকাআর চোখে আঘাত লেগেছে বলেই জানা গিয়েছে।
উভয়েই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অনলাইনে শেয়ার করার পর থেকে, ভিডিওটি এক্স- এ ২ লাখেরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে।