New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-232.jpg)
চমকে দেবে এই প্রযুক্তি, ফোল্ডেবল ই-বাইক নজর কাড়ল আনন্দ মাহিন্দ্রার, আপনিও পাবেন ফ্লিপকার্টে!
কত দাম জেনে নিন।
চমকে দেবে এই প্রযুক্তি, ফোল্ডেবল ই-বাইক নজর কাড়ল আনন্দ মাহিন্দ্রার, আপনিও পাবেন ফ্লিপকার্টে!
ভারতে প্রযুক্তির ক্ষেত্র দ্রুত এগিয়ে চলেছে। অনেক সংস্থা নানান অত্যাধুনিক স্মার্ট গ্যাজেট বানিয়ে মানুষকে চমকে দিচ্ছে। এখন পর্যন্ত স্মার্টওয়াচ, স্মার্টব্যাণ্ড, ইয়ারবাডস’র মত অনেক গ্যাজেট ভারতীয় সংস্থা বাজারে নিয়ে এসেছে। এছাড়াও ই-বাইকের মত কিছু সামগ্রী দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলেছে। গাড়ি, বাইক বা সাইকেলের ডিজাইনেও আনা হয়েছে চমক। দেওয়া হয়েছে নানা আধুনিক ফিচারস। সম্প্রতি এমনই এক অনন্য আবিষ্কার করেছেন IIT Bombay-এর ছাত্রছাত্রীরা। তারা তৈরি করেছে বিশ্বের প্রথম ফোল্ডেবল ডায়মন্ড ফ্রেমের ই-বাইক, যা আপনাকে মুগ্ধ করবে।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রও নিজেও এই ই-বাইক দেখে চমকে উঠেছেন। তিনি ধারণাটি এতটাই পছন্দ করেছিলেন যে তিনি একটি স্টার্টআপ ফোল্ডেবল ই-বাইক তৈরিতে বিনিয়োগ করার কথাও জানিয়েছেন। তিনি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই তথ্য ও ছবি শেয়ার করেছেন। তার এই পোস্ট এখন ভাইরাল।
A bunch of IIT Bombay guys have made us proud again. They’ve created the first foldable diamond frame e-bike with full-size wheels in the world. That makes the bike not only 35% more efficient than other foldable bikes but it makes the bike stable at higher than medium speed. And… pic.twitter.com/U1HHGD6rfL
— anand mahindra (@anandmahindra) October 21, 2023
আনন্দ মাহিন্দ্রা পোস্টে লিখেছেন- আইআইটি বোম্বের কিছু ছাত্রছাত্রী আমাদের আবার গর্বিত করেছে। তৈরি করেছেন বিশ্বের প্রথম ফোল্ডেবল ডায়মন্ড ফ্রেমের ফুল সাইজের চাকার ই-বাইক। তিনি আরও জানান, তিনি এই সাইকেলটি ব্যবহার করে অফিস চত্বরে ঘুরে বেড়াবেন। তিনি আরও বলেন, আমি স্টার্টআপে বিনিয়োগ করেছি এবং ফ্লিপকার্টে উপলব্ধ।
২১ অক্টোবর শেয়ার করা পোস্টটি খবর লেখা পর্যন্ত ১ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। একজন লিখেছেন- এটি আশ্চর্যজনক, আমি এটি কেনার জন্য অপেক্ষা করছি। ই-বাইকটির দাম ৪৫ হাজার।