scorecardresearch

গিটার-বাঁশিতে ‘বেশরম রং’, প্রতিভায় চমকে উঠলো নেটদুনিয়া

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Pathaan,Besharam Rang,flute-guitar cover,Internet,Viral video,SRK
গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মন-মাতানো শাহরুখ-দীপিকার রসায়ন, প্রকাশ্যে গিটার-বাঁশিতে ‘বেশরম রং’। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার থেকে ভারতের বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে শাহরুখ খান অভিনীত পাঠান। একাধিক রেকর্ড ভেঙেছে এই ছবি। ৪ বছরের বেশি সময় পর পর্দায় ফিরেই রীতিমত বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় পাঠান ছবির বেশরম রং দারুণ ট্রেণ্ডি। সম্প্রতি ২ তরুণীর অনবদ্য পারফরমেন্স তাক লাগিয়েছে তামাম ভারতবাসীকে।

‘পাঠান’এর ‘বেশরম রং’ গান জুড়ে শাহরুখ দীপিকার রসায়ন আগুন ধরিয়েছে পর্দায়। ‘ওম শান্তি ওম’ ‘হ্যাপি নিউ ইয়ার’ ‘চেন্নাই এক্সপ্রেস’ এর পর আবার শাহরুখ-দীপিকা যুগলবন্দী। যেমন দমদার গান তেমনই দুর্ধর্ষ লোকেশন। স্পেনে শুট করা হয়েছিল ছবির গান। আর সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানুয়ারিতে মুক্তি পেলেও ছবিটির চারপাশে ক্রেজ দেখে মনে হচ্ছে, পাঠান জ্বরে এখনও বুঁদ নেটদুনিয়া। পুনের সিম্বিওসিস সেন্টার ফরমিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিও চমকে দিয়েছেন নেটিজেনদের। এতে কলেজ পড়ুয়াকে বাঁশি এবং গিটারে ‘বেশারম রং’ পরিবেশনা করতে দেখা যাচ্ছে। ৬এপ্রিল শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি ভিউ হয়েছে। ভিডিওটি শেয়ার করা ক্যাপশনে লেখা হয়েছে “কলেজের অন্যতম প্রতিভাবান সংগীতশিল্পী একত্রিত হলে এমনই ঘটে!

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Pune college students create incredible flute version of besharam rang internet cant stop listening to it