New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cats_93837c.jpg)
চাকরি ছেড়ে বসের সামনেই অফিস চত্ত্বরে দেদার নাচ যুবকের
এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছে।
চাকরি ছেড়ে বসের সামনেই অফিস চত্ত্বরে দেদার নাচ যুবকের
আজকালকার দিনে একটা চাকরি পাওয়ার জন্য মানুষজনকে কতই না কাঠখড় পোড়াতে হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চমকে উঠেছেন সকলেই। চাকরি ছেড়ে বসের সামনেই অফিস চত্ত্বরে দেদার নাচ যুবকের। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছে।
জানা গিয়েছে অনিকেত নামের ওই যুবক পুনেতে সেলস অ্যাসোসিয়েট পদে ৬ বছর ধরে একটি সংস্থায় কর্মরত ছিলেন। এরপর হঠাৎ করেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। শেষ দিনে যাতে তার মন খারাপ না হয় তার জন্য বন্ধুরা মিলে একটি দুর্দান্ত পরিকল্পনা করে তাকে চমকে দেয়।
পুনের এক কর্পোরেট কর্মচারীর গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ব্যক্তির নাম অনিকেত। গত ছয় বছর ধরে সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছিলেন। কঠোর পরিশ্রমের পরেও মাহিনা না বাড়ার কারণে তিনি মনের দিক থেকে অবসন্ন ও বিরক্ত হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। অফিসের শেষ দিনে, তাকে খুশি করার জন্য তার বন্ধুরা একটি দুর্দান্ত সারপ্রাইজের প্ল্যানিং করে। তারা ঢোল নিয়ে তার কার্যালয়ের বাইরে পৌঁছায়। এবং অনিকেত বেরোতেই ঢাক-ঢোল বাজিয়ে জমকালো সেলিব্রেশনে মেতে উঠেন সকলেই।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অনিকেত তার বসের সামনেই বন্ধুদের সঙ্গে নাচছেন। @anishbhagatt নামের একজন ইন্সটা ব্যবহারকারী তার অ্যাকাউন্টে অনিকেতের গল্প শেয়ার করেছেন। ভিডিওতে অনীশ জানিয়েছেন যে অনিকেত ফিটনেস ট্রেনার হতে চান।