New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-188.jpg)
চারটি আঞ্চলিক ভাষার kesariya গেয়ে পাঞ্জাবি যুবকের দাপট
পাঞ্জাবি যুবকের দাপটে বুঁদ নেটপাড়া
চারটি আঞ্চলিক ভাষার kesariya গেয়ে পাঞ্জাবি যুবকের দাপট
ব্রহ্মাস্ত্র ছবির আইকনিক গান কেশরিয়া, কেশরিয়া মিম ঝড়ে বুঁদ নেটিজ়েনরা। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র ছবির কেশরিয়া তেরা ইশক হ্যায় পিয়া গানটির উন্মাদনা সোশ্যাল মিডিয়ায় এখনও অব্যাহত। সম্প্রতি, এক পাঞ্জাবি যুবক চারটি আঞ্চলিক ভাষায় গানটিকে এমনভাবে ‘রিমিক্স’ করেছেন যে শুনে আপনিও ‘মন্ত্রমুগ্ধ’ হয়ে যাবেন।
বলিউডের অন্যতম রোমান্টিক এবং বিখ্যাত গায়ক অরিজিত সিংয়ের 'কেশরিয়া তেরা ইশক হ্যায় পিয়া' গানটি ছিল ২০২২ সালের ইউনিক রোমান্টিক গান। সোশ্যাল মিডিয়ায় দাপট দেখিয়েছে এই কেশরিয়া মিম। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই গানটির এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে চারটি ভাষায় আইকনিক সুরে এই গানটি শুনে রীতিমত অবাক নেটিজেনরা। গানটির প্রশংসা করেছেন আনন্দ মাহিন্দ্রা স্বয়ং। এই গানটি শোনার পর আনন্দ মাহিন্দ্রাও গানটির প্রশংসা করেছেন। ভিডিওটি শেয়ার করার সময় লিখেছেন- ‘খুব সুন্দর কন্ঠ’।
Just beautiful. This is what an UNBREAKABLE, united India sounds like… https://t.co/HkKSgrNa2y
— anand mahindra (@anandmahindra) March 17, 2023
মালয়ালম, তামিল, হিন্দি এবং তেলেগুতে এই গানটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একসঙ্গে এতগুলো ভাষায় গানটি শুনে অবাক সকলেই।সতবীর সিং নামের একটি পেজ থেকে টুইটারে এক পাঞ্জাবি গায়কের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে - 'একটি পাঞ্জাবি ছেলে মালায়ালাম, তামিল, কন্নড়, তেলেগু এবং হিন্দিতে গানটি গাইছে’।