Advertisment

রিলের 'পুষ্পা'-রাজ করতে গিয়ে বিপত্তি, চন্দন কাঠ সহ 'শ্রীঘরে' যুবক

'সিনেমার স্টাইলে' লাল চন্দনকাঠ পাচার করতে গিয়ে হাতে নাতে পাকরাও হয়েছে ব্যাঙ্গালুরুর এক যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রিলের 'পুষ্পা'-রাজ করতে গিয়ে বিপত্তি, চন্দন কাঠ সহ শ্রীঘরে যুবক

'পুষ্পা ঝুঁকেগা নেহি' বা 'তেরি ঝলক সরফি' সোশাল মিডিয়া খুললেই এখনও ভুরি ভুরি ভিডিও, রিলের ছড়াছড়ি। আল্লু অর্জুন অভিনীত তেলেগু ব্লকবাস্টার 'পুষ্পা, দ্য রাইস' সিনেমা ও তার গান আপাতত আসমুদ্রহিমাচলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই তানজিনিয়ার কিলি পল থেকে শুরু করে একাধিক মিম রিল, ভাইরাল। পুষ্পাকে অনেকেই বিভিন্ন ভাবে রিয়েল লাইফে আনার চেষ্টা করেছেন। এবার পুষ্পাকে রিয়েল লাইফে আনতে গিয়ে ঘটল বিপত্তি।

Advertisment

'সিনেমার স্টাইলে' লাল চন্দনকাঠ পাচার করতে গিয়ে হাতে নাতে পাকরাও হয়েছে ব্যাঙ্গালুরুর এক যুবক। উদ্ধার করা হয়েছে ২.৪৫ কোটি টাকার লাল চন্দনকাঠ। ধৃতের নাম ইয়াসিন ইনাইয়ুথুল্লাকে। পেশায় গাড়িচালক। কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমানার দিকে ট্রাক নিয়ে যাওয়ার পথে সাঙ্গলি জেলার মীরজ নগরের গাঁধী চকের কাছে গ্রেফতার করা হয় তাঁকে। পর্দায় আল্লু অর্জুনকেও চন্দন কাঠ পাচার করতে দেখা গিয়েছে। তার স্টাইলে প্রথমে চন্দনকাঠ রেখে তার ওপরে দুধ বা সেই জাতীয় কোনও জিনিস দিয়ে চলত পাচার। যাতে পুলিশের সন্দেহ না হয়।

সেই পন্থা নিয়ে রিয়েল লাইফে ইয়াসিন লাল চন্দন কাঠ নিচে রেখে তার ওপরে ফল ও সবজি চাপিয়ে ভরাট করেছিল। পাশাপাশি ট্রাক করোনাকালের অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী পরিবহনের ভুয়ো স্টিকারও জোগাড় করে লাগিয়েছিল গাড়িতে। পুলিশের চোখে ধুলো দিয়ে কর্ণাটক টপকে গেলেও মহারাষ্ট্রের একটি অংশ টপকে অন্ধ্রপ্রদেশে ঢোকার আগে তাকে আটকায় মহারাষ্ট্র পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তারপর তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ব্যাপক পরিমাণে চন্দনকাঠ। যার পরই ইয়াসিনকে গ্রেফতার করা হয়। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

smuggle red sandelwood pushpa the rise
Advertisment