New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/viral-feature-10.jpg)
যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে। দরজার বাইরে ও টয়লেটে নিচের অংশে জড়িয়ে ফণা তুলে বসে রয়েছে কিং কোবরা। ডঃ পিএম ঢাকাতে ভিডিওটি শেয়ার করেছে টুইটারে।
Advertisment
জঙ্গলে টিকে থাকার লড়াইয়ে শিকার করে জীবনযাপন করা অস্বাভাবিক নয়। সম্প্রতি এরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের একটি জঙ্গলে। যেখানে দেখা যাচ্ছে একদল হরিণ একটি জলাশয়ে জল খেতে এসেছিল , সে সময় জলের মধ্যে ধীরে ধীরে এগিয়ে আসে বিশালাকার পাইথন সাপ।
তারপরই আচমকা বিদ্যুৎ গতিতে হামলা করে একটি হরিণ এর উপর। আপাতমস্তক পেঁচিয়ে ধরে হরিণটিকে। তারপর তাকে জলের মধ্যে টেনে নিয়ে যায়।
Read the full story in English