গেছুড়ে পাইথন, পাক দিয়ে দিয়ে গাছে বিশাল দৈত্য, ভয়ে শিহরিত সবাই

গাছে উঠছে পাইথন। সেই ভিডিও শেয়ার করতেই তা নেট দুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা শেয়ার, কমেন্ট, লাইকে ভরিয়ে দিচ্ছেন সোশাল মিডিয়া।

গাছে উঠছে পাইথন। সেই ভিডিও শেয়ার করতেই তা নেট দুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা শেয়ার, কমেন্ট, লাইকে ভরিয়ে দিচ্ছেন সোশাল মিডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাম গাছ বেয়ে দ্রুত গতিতে উপরে উঠে চলেছে এক প্রকান্ড পাইথন। এমন ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা সম্প্রতি নিজের টুইটার একাউন্টে একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন। তার পরেই তা নেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছে।

Advertisment

১৮ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই ১২হাজার বার দেখে ফেলেছেন নেট নাগরিকরা। সেইসঙ্গে তুমুল লাইক আর রিটুইটের বন্যা তো রয়েইছে।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে বিশালাকায় এই পাইথনটি গাছ বেয়ে মসৃন গতিতে উপরে উঠে চলেছে। গেছুরেদের মতই পাক দিয়ে দিয়ে। ভয়ঙ্কর সুন্দর পাইথনকে দেখে বিস্মিত সবাই। সুশান্ত নন্দা নিজের টুইটের ক্যাপশনে লেখেন, "গাছ বেয়ে উঠছে পাইথন। দারুণ ইম্প্রভাইজেশন।"

এই ভিডিও দেখেই কমেন্ট সেকশনে নেটিজেনরা বিস্ময়, ভয় প্ৰকাশ করেছেন। একজন লিখেছেন, "রীতিমত ভয়ঙ্কর ব্যাপার।" অন্য একজনের কমেন্ট, "অভিনবত্বের নতুন পাঠ।"

viral news wildlife