New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-109.jpg)
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা দেখে নেটিজেনদের ঘুম উড়েছে।
পাইথনের পেট চিড়ে বার করা হল দানবীয় কুমিরকে, রুদ্ধশ্বাস ভিডিও দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নেটিজেনদের। এমনই এক ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পাইথনের পেট চিড়ে বের করে আনা হচ্ছে বিশালাকার কুমিরকে।
জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক শিকারি হিসাবে পাইথন সুপরিচিত। পাইথন সহজেই গরু, হরিণ এবং অন্যান্য প্রাণীকে নিমেষেই খেয়ে ফেলতে সক্ষম। কিন্তু সেই পাইথনই একটি কুমিরকে গিলে খেয়েছিল, হজম করতে না পারায় মৃত্যু হয়েছে পাইথনটির। এখন পাইথনের পেট চিড়ে বের করে আনা হচ্ছে কুমিরটিকে। হাড় হিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে।
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বার্মিজ পাইথন একটি ৫ ফুট লম্বা কুমিরকে গিলে খেয়ে ফেলে কিন্তু কুমিরকে হজম করতে পারেনি পাইথনটি । ফলে মৃত্যু হয় তার। ভিডিওটি @TerrifyingNatur টুইটার অ্যাকাউন্ট থেকে ক্যাপশন সহ শেয়ার করেছে। বার্মিজ পাইথন সাধারণত ২৫ ফুট পর্যন্ত লম্বা হয়। ভাইরাল হওয়া এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে একটি কুমিরকে পাইথনের পেট চিড়ে দেহের ভিতর টেনে বের করা হচ্ছে।
5-foot alligator found in the body of an 18-foot Burmese python. pic.twitter.com/xunFsMxAJq
— Terrifying Nature (@TerrifyingNatur) May 5, 2023
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা দেখে নেটিজেনদের ঘুম উড়েছে। এমন ভয়ানক ভিডিও আগে কখনও দেখেন নি বলে অনেকেই কমেন্টে জানিয়েছে। ভিডিও ঘিরে অনেকের নানান কৌতুহলি প্রশ্ন উঁকি মেরেছে। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন।