New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/1-LEAD-17.jpg)
উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক রাহুল শ্রীবাস্তব সেই ভিডিও শেয়ার করেছেন। ঘটনাটি বিহারের সিওয়ানে জুয়াফর কোয়ারেন্টাইন সেন্টারের।
পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শেষ ব্যাচ পরিযায়ীদের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে ১৫ জুন। তারপরেই বন্ধ করে দেওয়া হবে সেন্টারগুলো। দিনের পর দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে থাকতে শ্রমিকরা নিঃসঙ্গতায় ভুগছেন। একঘেঁয়ে জীবন যাপনে অবসাদ গ্রাস করছে তাদের।
এর মধ্যেই বিহারের এক কোয়ারেন্টাইন সেন্টার নজর কেড়ে নিয়েছে সকলের। সময় কাটাতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিহারের সেই কোয়ারেন্টাইন সেন্টারের একটি ছবি ভাইরাল হয়েছে।।সেখানে দেখা যাচ্ছে, সামাজিক দুরত্ববিধি বজায় রেখেই সবাই বলিউডি গানের সঙ্গে নাচছেন।
উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক রাহুল শ্রীবাস্তব সেই ভিডিও শেয়ার করেছেন। ঘটনাটি বিহারের সিওয়ানে জুয়াফর কোয়ারেন্টাইন সেন্টারের। সেই ভিভিওতেই ধরা পড়েছে অন্য চিত্র। দেখা যাচ্ছে, ইন্সট্রাক্টরের নির্দেশ মেনে পাঁচটি লাইনে সমান্তরালভাবে দাঁড়িয়ে রয়েছেন শ্রমিকরা।ব্যাকগ্রাউন্ডে বলিউডি সিনেমা বর্ডার (১৯৯৭) এর বিখ্যাত গান 'সন্দেশে আতে হ্যায়' বাজতেই ইন্সট্রাক্টর নাচতে শুরু করেন। তাঁর দেখাদেশি সকলেই চালু করেন নাচ। দূরত্ব বজায় রেখেই নাচ চালিয়ে যাওয়া হয়।
#Covidance - बिहार में सिवान के जुआफर क्वॉरेंटाइन सेंटर के अध्यासियों ने गीत, संगीत और नृत्य के ज़रिये अपना हौसला बनाये रखा है । #IndiaFightsCorona #COVID19 #coronavirus #StayHome pic.twitter.com/16E3gtkvn5
— RAHUL SRIVASTAV (@upcoprahul) June 1, 2020
Waah waah waah
What a way to inspire! https://t.co/KkzIYzWj3C— Narendra (@hindipatrakar) June 2, 2020
Grand salute to all people????
°
Unity help us to win ????#unitypower#CoronaWarriors #maibhikhaki @upcoprahul @Uppolice @IPS_Association @PMOIndia @shaswatcool @HitikaY @nssjhansi @NSSRDLucknow @NSS_SVM_JHANSI https://t.co/UDv58h2VbD— Prakhar singh (@Prakhar_singh__) June 2, 2020
क्या बात क्या बात क्या baaaat https://t.co/cHkBL6UN7j
— Adl DCP Dinesh Puri (@AdlspDinesh) June 1, 2020
Aur main inhein deta hun grand salute
— Shaswat singh (@shaswatcool) June 1, 2020
Awesome.
— S Kumar (@ErSkumar1993) June 2, 2020
এই ভিডিও অনলাইনে পোস্ট করার পরেই তা নজরে আসে নেটিজেনদের। প্রত্যেকেই একঘেয়েমি কাটাতে এই উদ্যোগের প্রশংসা করেছেন।