New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/facebook-job.jpg)
আপনি কি ফেসবুক ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট দিতে সিদ্ধহস্ত? তাহলে আপনার জন্য রয়েছে মোটা অঙ্কের বেতনের চাকরি। তা-ও আবার রানি এলিজাবেথের বাকিংহাম প্যালেসে। সেই চাকরির গালভরা নাম ডিজিটাল কমিউনিকেশনস ম্যানেজার।
ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান রানি, সেইজন্য প্রয়োজন একজন বিশ্বস্ত সোশাল মিডিয়া ম্যানেজারের, যাঁকে 'the royal family'র অ্যাকাউন্টের দেখভাল করতে হবে।
বেতন বছরে ভারতীয় টাকার হিসেবে ২৬,৫৮,৮২৫ টাকা। অর্থাৎ মাসিক বেতন ২,২১,৫৬৯ টাকা। সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা অনুযায়ী বাড়ানো হবে বেতন। কাজের সময় সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা, দিনে ৭.৫ ঘণ্টা। বেনিফিট হিসাবে পাওয়া যাবে, ১৫ শতাংশ পেনশন স্কিম। যা জয়েন করার ৬ মাস পর থেকে শুরু হবে। বছরে ছুটির সংখ্যা ৩৩ দিন, যার মধ্যে রয়েছে সরকারি ছুটিও। প্রতিদিন মধ্যাহ্নভোজের সময়ে মিলবে বিনামূল্যে খোদ বাকিংহাম প্যালেসের খাবার।
আপনার সিভি-তে যদি থাকে এই যোগ্যতা, তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি চাকরির জন্য আবেদন করুন! পেলে আমাদের লিখে জানাতে ভুলবেন না!
Read the full story in English