Advertisment

Raebareli salon: হট সিটে বসার আবদার, রাহুলের ছোঁয়ায় লক্ষ্মীলাভ, সেলুনে উপচে পড়া ভিড়

রাহুলের আসার খবর ছড়িয়ে পড়তেই দোকানে আগের থেকে আনেক বেশি ভিড় বাড়তে শুরু করেছে। দীর্ঘ লাইন পড়েছে দোকানের বাইরে।

author-image
IE Bangla Tech Desk
New Update
rahul gandhi,rahul gandhi latest news,rahul gandhi news,rahul gandhi salon raebareli,rahul gandhi salon,rahul gandhi haircut video,rahul gandhi raebareli barber,rahul gandhi raebareli,rahul gandhi haircut,rahul gandhi salon video,rahul gandhi salon raebareli video,rahul gandhi raebareli salon,rahul gandhi barber shop video,raebareli,raebareli salon ki news

রাহুলের আসার খবর ছড়িয়ে পড়তেই দোকানে আগের থেকে আনেক বেশি ভিড় বাড়তে শুরু করেছে। দীর্ঘ লাইন পড়েছে দোকানের বাইরে।

প্রচারের মাঝে রাস্তার ধারে সস্তার সেলুনে ঢুকে পড়েন রাহুল গান্ধী। একেবারে ভিন্ন মেজাজে ধরা পড়লেন কংগ্রেস নেতা। মুহূর্তে সনিয়া তনয়ের সেই ভিডিও ও ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এদিকে রাহুলের সেলুনের আসার পর থেকেই বিরাট বিপাকে পড়েছেন নিউ মুম্বাদেবী হেয়ার কাটিং সেলুনের মালিক মিঠুন কুমার। তিন-তিনটে চেয়ার খালি পড়ে থাকলেও চুল-দাড়ি কাটতে আসা খদ্দেররা সকলের কোনার সেই চেয়ারে বসতে চাইছেন। কারণ ওই চেয়ারে বসেই এই সেলুন থেকে চুল-দাড়ি কাটাতে চাইছেন।

Advertisment

সেলুনের মালিক মিঠুন জানিয়েছেন, 'রাহুলের আসার খবর ছড়িয়ে পড়তেই দোকানে আগের থেকে আনেক বেশি ভিড় বাড়তে শুরু করেছে। দীর্ঘ লাইন পড়েছে দোকানের বাইরে। কিন্তু সমস্যা একটিই। দোকানে অন্য কোনও চেয়ারে বসতে চাইছেন না ক্রেতারা। সকলেই যেখানে রাহুল বসেছিলেন সেই চেয়ারেই বসতে চাইছেন'।

নির্বাচনী প্রচারের মাঝেই হঠাৎ করেই লালগঞ্জে এসে রাহুল ঢুকে পড়েন রাস্তার ধারের এই সস্তার সেলুনে। সেখানে দেওয়ালে টানানো ক্যাটলগ দেখে বেছে নেন নিজের জন্য সেরা লুক। সেই সঙ্গে রাহুলের দাড়ি কাটতে কাটতে মিঠুনকে রাহুলের সঙ্গে খোশ মেজাজে আড্ডা দিতেও দেখা গিয়েছে। কথায় কথায় মিঠুনের বাড়ি, পরিবারের বিষয়ে, শিক্ষাগত যোগ্যতা, দৈনিক উপার্জন নিয়ে নানান প্রশ্ন করতে দেখা যায় রাহুলকে। মিঠুন অবশ্য জানিয়েছেন, হেভিওয়েট নেতার দাড়ি-চুল কামানোর সময় তিনি বেশ নার্ভাস ছিলেন। যদিও ভোটের বিষয়ে রাহুল তার সঙ্গে কোন আলোচনা করেন নি বা কিছুই জানতে চান নি বলেও জানিয়েছেন মিঠুন।

rahul gandhi
Advertisment