চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েও প্রাণরক্ষা, দেখে নিন কীভাবে

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ব্যালান্স হারিয়ে পড়ে যান এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে ছুটে আসেন আরপিএফের জওয়ান।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ব্যালান্স হারিয়ে পড়ে যান এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে ছুটে আসেন আরপিএফের জওয়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে ট্রেন। এমন সময় চলন্ত ট্রেনে উঠতে যান এক ব্যক্তি। আচমকাই পা পিছলে যায় তাঁর। ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে আটকে ঝুলতে থাকেন ওই ব্যক্তি। তাঁকে বাঁচাতে ছুটে আসেন আরপিএফের এক জওয়ান।

Advertisment

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নামপল্লি রেলওয়ে স্টেশনে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ব্যালান্স হারিয়ে পড়ে যান ওই ব্যক্তি। ছুটে আসেন আরপিএফের জওয়ান। ততক্ষণে ট্রেনের সঙ্গে আটকে থাকা অবস্থায় বেশ কিছুটা এগিয়ে গেছেন ওই ব্যক্তি। তারপর কোনো রকমে টেনে হিঁচড়ে সেই অবস্থা থেকে অবশেষে তাঁকে বাঁচানো সম্ভব হয়। রেল সূত্রে খবর, আরপিএফ জওয়ানের কল্যাণে প্রাণে বেঁচে গেছেন ওই ব্যক্তি। তবে আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসাপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

Advertisment

Read the full story in English