scorecardresearch

সাধের পোষ্যকে সঙ্গে নিয়েই ট্রেনে ভ্রমণ, ‘আহ্লাদে আটখানা’ রেলমন্ত্রী, দিলেন মিষ্টি প্রতিক্রিয়াও

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে

viral video, railway minister, dog on train, Ashwini Vaishnaw",

পোষ্যের সঙ্গে ট্রেনে ভ্রমণ, ভিডিও শেয়ার করে মিষ্টি প্রতিক্রিয়া রেলমন্ত্রীর। অনেকেই আছেন যারা ট্রেনে ভ্রমণের সময় সাধের পোষ্যকে সঙ্গে নিয়েই ভ্রমণ করেন। তেমন এক আদুরে ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যাণ্ডেলে শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি টুইটারে এক মহিলার সাধের পোষ্যের সঙ্গে ট্রেন ভ্রমণের এক মিষ্টি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এটি প্রথমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার হতেই সেটি ২৭ লক্ষের বেশি মানুষ দেখেছেন তাতে তাদের মজার প্রতিক্রিয়া তুলে ধরেছেন। ভিডিওটি ফেসবুক এবং টুইটারের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়েছে।

ভিডিওটিতে হাজার হাজার লাইকের পাশাপাশি অজস্র কমেন্টে ভরে উঠেছে ভিডিও’র কমেন্ট সেকশন। কৃত্তিকা শিবাস্বামী মন্তব্য বিভাগে গিয়ে লিখেছেন, “এখন পর্যন্ত আমার দেখা সেরা ভিডিও! রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই সুন্দর ভিডিও টুইট করে লিখেছেন, “ভারতীয় রেলওয়ে আপনার সেবায় 24×7।”

ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার সহ প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে। পোষা প্রাণীকে নিয়ে ট্রেনভ্রমণের এই ভিডিওটি পশু প্রেমীদের মন ছুঁয়ে গেছে। বেশ কয়েকটি মন্তব্য সহ ভিডিওটি ১.৪ মিলিয়ন ভিউ এবং ২০হাজারের বেশি লাইক পেয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Railway minister shares adorable video of woman travelling on train with her pet dog watch