Advertisment

কলকাতাকেও হার মানাবে দুবাইয়ের জলযন্ত্রণা, ভিডিও ভাইরাল হতেই প্রতিক্রিয়ার বন্যা

জলের তলায় দুবাই। রাস্তায় যানযট। এযেন ফিরে দেখা বর্ষার কলকাতা।

author-image
IE Bangla Web Desk
New Update
"Rainfall in Dubai, Rainfall, Rain in Dubai, Dubai Rain, heavy rainfall in dubai, google trending, viral videos, dubai flood

জলের তলায় দুবাই। রাস্তায় যানযট। এযেন ফিরে দেখা বর্ষার কলকাতা।

জমা জলে বিপর্যস্ত জনজীবন। জলের তলায় দুবাই। রাস্তায় যানযট। এযেন ফিরে দেখা বর্ষার কলকাতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি -ভিডিওগুলি দেখলে কলকাতা বা রাজ্যের যে কোন শহরতলী বলে ভুল হতে বাধ্য। কিন্তু বাস্তবে চিত্রটি দুবাইয়ের। আর দুবাইয়ের রাস্তা-ঘাটের এমন চিত্র দেখে অবাক সকলেই। ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

সংযুক্ত আরব আমিরশাহীর বেশ কিছু অংশে ভারী বৃষ্টি ও ঝড়ের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বাদ যায়নি দুবাইও।  ভারী বর্ষণে দুবাইয়ে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। মরুশহরে এমন প্রবল বৃষ্টি দেখে সবাই অবাক। আসলে দুবাই বা সৌদি আরব বা এর আশেপাশের দেশে বৃষ্টি হয় না বললেই চলে। এ কারণে সেখানে ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি।

বাড়িঘর, দোকানপাট ও এমনকি শপিংমলগুলোতেও জলে পরিপূর্ণ। এখন দুবাইয়ের অবস্থা এমন হয়েছে যে মানুষ যানবাহনের চেয়ে নৌকায় বেশি যাতায়াত শুরু করেছে। এর ভিডিওগুলোও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। কিছু ভিডিওতে দেখা যায়, কেউ গাড়ির পরিবর্তে নৌকায় ভ্রমণ করছেন। বলা যায় গোটা দুবাই তলিয়ে গেছে।

সংযুক্ত আরব আমিরশাহীর আবহাওয়া সংস্থা ভারী বৃষ্টির কারণে হলুদ  এবং কমলা সতর্কতা জারি করেছে। আমরা আপনাকে বলি যে এই ধরনের বৃষ্টি মরুভূমি অঞ্চলে খুব কমই দেখা যায়। এ কারণে  সংযুক্ত আরব আমিরশাহীতে বন্যা সমস্যা মোকাবেলায় কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি।

এখন এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে এবং এই খবরটি জানার পরে প্রায় সবাই অবাক হয়েছেন। আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর আবহাওয়া বিভাগ।  

Viral Video
Advertisment