/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/rajasthan-cover.jpg)
বরফে ঢাকা মরুরাজ্যের ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়
মাঠ-ঘাট, রাস্তা, বাড়ির উঠোন সব ঢেকে গিয়েছে পুরু বরফে! দেখে সিমলা অথবা কাশ্মীর বলে ভুল হতে পারে কিন্তু আদতে ছবিটা বালির রাজ্য রাজস্থানের। ১৩ ডিসেম্বর রাজস্থানের নাগৌরে এমনটাই হয়েছে।
This is Nagaur (Rajasthan) Unbelievable hailstorm
Rangilo Hot Rajasthan turned in to White Freezing #Rajasthan
This is the all because of Global Warming and climate change
Video Curtesy @DevMSharma1 pic.twitter.com/RPm6kBzK4V— Davender Singh (@jangradav) December 13, 2019
আসল ঘটনাটা কী?
আসলে কিন্তু বরফপাত নয়। মাত্র ২০ মিনিটের তুষারপাতেই ঘটেছে এই ঘটনা। আর নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে নাগৌরের ছবি।
So that’s not Kashmir, but Nagaur in Rajasthan. Unprecedented hail storm struck Nagaur a day ago and turned everything milky white. #ClimateChange#ClimateChangeIsRealpic.twitter.com/FoeY5nWqMh
— Syed Ahmad Afzāl (अफ़्ज़ाल) (@afzalistan) December 14, 2019
Severe hailstorm hit Nagaur in Rajasthan yesterday. pic.twitter.com/YeferjdBAq
— E Patrakaar - Shravan Shukla (@epatrakaar) December 13, 2019
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হানা দেয় উত্তরপশ্চিম ভারতে। তার জেরেই প্রবল বৃষ্টির সঙ্গেই শিলাবৃষ্টি হয়েছে রাজস্থানে। তবে শুধুমাত্র রাজস্থান নয়, পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতেও হালকা শিলাবৃষ্টি হয়।
This is not #kashmir this is #nagaur in #rajasthan#hailstorm#winters#snowdaypic.twitter.com/vorssHeFY7
— Sanjay Vyas (@sanwat) December 13, 2019
নাগৌড়ের ছাপরি, মৌলাসার, কীচক গ্রামে সবচেয়ে ভারী শিলাবৃষ্টি হয়েছে যার ফলে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ার কারণে স্থানীয় যান চলাচলও বিপর্যস্ত হয়েছে।