মরুরাজ্যে তুষারপাত! সত্যি নাকি?

চারপাশ ঢেকে গিয়েছে পুরু বরফে! দেখে সিমলা অথবা কাশ্মীর বলে ভুল হতে পারে কিন্তু আদতে  ছবিটা বালির রাজ্য রাজস্থানের।

চারপাশ ঢেকে গিয়েছে পুরু বরফে! দেখে সিমলা অথবা কাশ্মীর বলে ভুল হতে পারে কিন্তু আদতে  ছবিটা বালির রাজ্য রাজস্থানের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বরফে ঢাকা মরুরাজ্যের ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়

মাঠ-ঘাট, রাস্তা, বাড়ির উঠোন সব ঢেকে গিয়েছে পুরু বরফে! দেখে সিমলা অথবা কাশ্মীর বলে ভুল হতে পারে কিন্তু আদতে  ছবিটা বালির রাজ্য রাজস্থানের। ১৩ ডিসেম্বর রাজস্থানের নাগৌরে এমনটাই হয়েছে।

Advertisment

আসল ঘটনাটা কী?

আসলে কিন্তু বরফপাত নয়। মাত্র ২০ মিনিটের তুষারপাতেই ঘটেছে এই ঘটনা। আর নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে নাগৌরের ছবি।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হানা দেয় উত্তরপশ্চিম ভারতে। তার জেরেই প্রবল বৃষ্টির সঙ্গেই শিলাবৃষ্টি হয়েছে রাজস্থানে। তবে শুধুমাত্র রাজস্থান নয়, পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতেও হালকা শিলাবৃষ্টি হয়।

নাগৌড়ের ছাপরি, মৌলাসার, কীচক গ্রামে সবচেয়ে ভারী শিলাবৃষ্টি হয়েছে যার ফলে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ার কারণে স্থানীয় যান চলাচলও বিপর্যস্ত হয়েছে।

viral