রাখী সাওয়ান্তের বিয়ের তারিখ শুনেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা

বলিউড জুটি না বলে তাঁদের ফানি জুটি বললে বেশি মানাবে বোধহয়? কাদের কথা বলা হচ্ছে বলুন তো? হ্যাঁ ঠিকই ধরেছেন, রাখী সাওয়ান্ত এবং দীপক কালাল-এর কথাই বলা হচ্ছে।

বলিউড জুটি না বলে তাঁদের ফানি জুটি বললে বেশি মানাবে বোধহয়? কাদের কথা বলা হচ্ছে বলুন তো? হ্যাঁ ঠিকই ধরেছেন, রাখী সাওয়ান্ত এবং দীপক কালাল-এর কথাই বলা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দীপিকা রণবীর থেকে প্রিয়াঙ্কা নিক, ইতিমধ্যেই বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংগুলোর সাক্ষী হয়ে গিয়েছেন ভক্তমহল। তারপরেই আরও এক বিয়ের খবর ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তবে বলিউড জুটি না বলে তাঁদের ফানি জুটি বললে বেশি মানাবে বোধহয়? কাদের কথা বলা হচ্ছে বলুন তো? হ্যাঁ ঠিকই ধরেছেন, রাখী সাওয়ান্ত এবং দীপক কালাল-এর কথাই বলা হচ্ছে। বেশ কিছু দিন হল তাঁরা নিজেদের বিয়ের দিন ঘোষণা করেছেন আর তারপর থেকেই হইহই পড়ে গিয়েছে সর্বত্র।

Advertisment

এবার ইনস্টাগ্রামে বিয়ের তারিখ ঘোষণা করলেন ড্রামা কুইন। দিনটাও বেছেছেন মোক্ষম। বছরের একেবারে শেষ দিনে বিয়ে করবেন বলেই জানিয়েছেন তিনি। আগামী ৩১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলস-এ নাকি গাঁটছড়া বাঁধবেন এই প্রেমিক যুগল, আপাতত এমনটাই বলছে, তাঁদের ইনস্টা পোস্ট।

আরও পড়ুন: Rakhi Sawant marriage: দীপক কালালের সঙ্গে কি গাঁটছড়া বাঁধছেন রাখি সাওয়ান্ত?

Advertisment

রাখীর বিয়ে বলে কথা আর নেটিজেনরা চুপ করে থাকবেন? এ তো মোটেই স্বাভাবিক নয়। সোশাল মিডিয়ায় হবু দম্পতির নাটুকে কার্যকলাপে তাল মিলিয়েছেন নেটিজেনরাও। এই বহু বিতর্কিত বিয়ে নিয়ে রীতিমতো মিম বানিয়ে হাসি ঠাট্টা শুরু করেছেন তাঁরা। দেখুন সে সব টুইট।

View this post on Instagram

????????????????????????????????????????????????????????????????????????????????????????

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

এর আগে একবার স্বয়ম্বর সভা বসে রাখী সাওয়ান্তের জন্য। বেশ জনপ্রিয়ও হয়েছিল সেই টেলভিশন শো ৷ বহু নাটুকে কার্যকলাপের পর ক্যানাডিয়ান ব্যবসায়ী, ইলেশ পারুজানওয়ালাকে পছন্দ করেছিলেন রাখি তবে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি সেই সম্পর্ক ৷ এখন ে সম্পর্ক নিয়ে কী কী করবেন তিনি সেটাই দেখতে চান দর্শকরা।

Read the full story in English 

viral