প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। মুখ্য যজমানের আসনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে দুপুর ১২টা ২৯ মিনিট ৪ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে রামের মূর্তি উন্মোচিত হল। কৃষ্ণপাথরে তৈরি রামলালা মূর্তি সেজেছে ফুল ও সোনা-হীরের অলঙ্কারে, কপালে তিলক। দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয় রামমন্দির উদ্বোধনের নানা ধর্মীয় আচার। সব শেষে আজ রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। অনুষ্ঠানের পর মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হবে।
মূল বিগ্রহ পুজোর পরই কষ্টি পাথরের তৈরি নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়। তাতে মুখ্য যজমানের আসনে বসে পুজো দেন। এদিন সকাল পর্যন্ত বিগ্রহের চোখ সোনালি হলুদ কাপড় দিয়ে বাঁধা ছিল। পুজো শুরু হতেই তা খুলে দেওয়া হয়। বিগ্রহকে প্রতীকী স্নান করানোর পর, তার পর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবান রামের নতুন বিগ্রহের।
৫০০ বছরের অপেক্ষার অবসান। অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে কোটি কোটি রাম ভক্তের ইচ্ছাপূরণ হয়েছে। রাম মন্দিরের ভূমিপূজা উপলক্ষে শিলিগুড়ির এক মাইক্রো আর্টিস্ট তার তাক লাগানো প্রতিভা দিয়ে মানুষের মন জয় করেছে। শিল্পী তার নখে ফুটিয়ে তুলেছেন রাম মন্দিরের রেপ্লিকা।
মাইক্রো আর্টিস্ট রমেশ শাহ ডান হাতের বুড়ো আঙুলে নখের উপর ফুটিয়ে তুলেছেন রাম মন্দির। রমেশ শাহের নাম তার অসাধারণ প্রতিভার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও রেকর্ড করা হয়েছে। আসাধারণ এই দক্ষতার কারণে রমেশ শাহ-কে প্রধানমন্ত্রী মোদী সহ সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।ইতিমধ্যেই তার এই অনন্য প্রতিভার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শিল্পী, রমেশ শাহ, বলেছেন যে তিনি ব্রাশ, কলম, জল, এবং কালো রঙ ব্যবহার করে বুড়ো আঙুলের নখে রাম মন্দিরের রেপ্লিকা ফুটিয়ে তুলেছেন।