রণথম্ভোর ন্যাশনাল পার্কের এই ভিডিওতে দেখা যায় যে জঙ্গল সাফারির সময় এক পর্যটক বাঘকে ফ্রেমবন্দী করার মরিয়া চেষ্টা করছে। গুঁটি গুঁটি পায়ে বাঘ হাঁটতে হাঁটতে পর্যটকদের একেবারে কাছে এসে পৌঁছায়। এরপর কী ঘটল, ভিডিওতেই দেখুন।
Advertisment
জঙ্গল সাফারির সময় বাঘের দেখা পাওয়া ভাগ্যের বিষয়। অনেকেই সেই সময় বাঘকে কাছ থেকে দেখে প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দী করতে চায়। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যা মানুষ সারাজীবন মনে রাখে। এমনই কিছু ঘটনার সাক্ষী এই ভিডিও। ভিডিওটি ইতিমধ্যে আবার ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল 'শ্রুতি' (_shruti.m_) এর মাধ্যমে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। তিনি ক্যাপশনে লিখেছেন- এই সুন্দর প্রাণীটিকে এত কাছ থেকে দেখা জীবনের সেরা অভিজ্ঞতা ছিল। আমরা ভয় পেয়েছিলাম কিন্তু…. এই স্মৃতি আমরা সারাজীবন ধরে রাখব। ক্লিপটি রাজস্থানের রণথম্বোর ন্যাশনাল পার্কে শ্যুট করা হয়েছিল।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, জঙ্গল সাফারির সময় জীপে বসে বাঘ দেখার অভিজ্ঞতা উপভোগ করছেন পর্যটকরা। এই বিরল মুহূর্তটিকে ক্যামেরায় বন্দী করার জন্য বেশিরভাগ মানুষই উৎসুক হয়ে পড়েন। তারপর হাঁটতে হাঁটতে বাঘ জিপের কাছে পৌঁছে যায়। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। এতটাই কাছে চলে আসে যে বাঘটি যে কারুরু ওপর যখন তখন ঝাঁপিয়ে পড়তে পারে। পর্যটকরা সেটা অনুভব করে আতঙ্কে চিৎকার শুরু করে। ড্রাইভারকে বলতে শোনা যায় –গাড়ি এগোও…! কয়েক সেকেন্ড পর চালক গাড়িটিকে সামনে এগিয়ে যান। হাঁফ ছেড়ে বাঁচেন পর্যটকরা।
এই ভিডিওটি ১৫ জুলাই ইনস্টাগ্রাম পেজে 'বিগ ক্যাট ইন্ডিয়া' (@big.cats.india) পোস্ট করা হয়েছিল। 'ইনস্টাগ্রাম রিল' ৫৯ হাজারের বেশি ভিউ এবং দুই হাজারের বেশি লাইক পেয়েছে। কিছু ব্যবহারকারীও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, চালক যদি জিপটিকে স্টার্ট করতে একটু সময় নিত, তাহলে গুরুতর কিছু ঘটতে পারত। কিছু ব্যবহারকারী বলেছেন এভাবে চিৎকার করাটা বোকামি।