Advertisment

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেলেন "রানু মন্ডল"!

সাজিদ হাত তুলে,রানু মন্ডলের গাওয়া তেরি মেরি গানটি গাইছে, সৌরভ হিমেশ রেশমিয়ার অভিনয়ে। যা দেখে হেসে খুন নেট দুনিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি ভাইরাল রানু মন্ডল আর হিমেশ রেশমিয়ার একটি ভিডিও! না, আসলে তা নয়, দুই খুদে পাড়ার প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজোতে অংশগ্রহণ করেছিল। দুজনই ছেলে, সাজিদ মল্লিক ও সৌরভ কুমার। সাজিদ রানু মন্ডল সাজে। দক্ষিণ কলকাতার ধামাইতলা মাতৃ সংঘ ক্লাবের উদ্যোগে ২৩ জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাবে অন্যতম কর্তা শুভ রায় জানান, সেখানেই এই দুই খুদে তাদের প্রতিভা দেখায়।

Advertisment

যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, রানু অর্থাৎ সাজিদের পরনে হলুদ শাড়ি, সবুজ বাটি দিয়ে তৈরি হেড ফোন, সামনে তৈরি করা নকল মাইক, বাম দিকে দাঁড়িয়ে রয়েছে হিমেশ অর্থাৎ সৌরভ। সাজিদ হাত তুলে,রানু মন্ডলের গাওয়া তেরি মেরি গানটি গাইছে, সৌরভ হিমেশ রেশমিয়ার অভিনয়ে। যা দেখে হেসে খুন নেট দুনিয়া।

viral news viral
Advertisment