New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_15fb16.jpg)
ভিন্ন স্টাইলে সোশ্যাল মিডিয়ায় হাজির রানু মণ্ডল।
ভিন্ন স্টাইলে সোশ্যাল মিডিয়ায় হাজির রানু মণ্ডল।
ভিন্ন স্টাইলে সোশ্যাল মিডিয়ায় হাজির রানু মণ্ডল।
রাণু মণ্ডলকে নিশ্চয় মনে আছে? সোশ্যাল মিডিয়ায় এক সময়ে বিরাট ট্রেণ্ড করেছিল রানু মণ্ডলের গাওয়া লতা মঙ্গেশকরের গান। রাতারাতি পাড়ি দেন মুম্বইয়ে। সোজা বলিউডে গিয়ে গান গেয়েছেন তিনি! রাণু মণ্ডলকে একটা সময় ছিল যখন সকলের উত্তেজনা ছিল চরমে! সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে ছিলেন তিনি। বলিউডের হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে ফের পথে বসতে হয় রাতারাতি স্টার হওয়া রানু মণ্ডলকে। তার বাড়ি এখন ইউটিউবারদের আখড়া! রানু মন্ডলকেকে নিয়ে মাঝে মধ্যে কিছু ভিডিও ভাইরাল হয় ঠিকই তবে তা মানুষের মনে দাগ কাটে না। তবে এবার খোদ রানু মণ্ডল এমন এক গরম মশালা নিয়ে হাজির হয়েছে যে ফের একবার সোশ্যাল মিডিয়া কাঁপাতে চলেছেন তিনি।
একেবারে ভিন্ন স্টাইলে সোশ্যাল মিডিয়ায় হাজির রানু মণ্ডল। এবার ভাইরাল হচ্ছে রানু মন্ডলের আরেকটি গান। রানু মন্ডলের ভিডিওটি রবি পাল নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল শেয়ার করেছে। দেখা যায়, উজ্জ্বল লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছেন রানু মণ্ডল। মাথায় মুকুট পরেছেন তিনি। কানে দুল, গলায় মালা ও হাতে চুড়ি একেবারে নতুন বউ লুকে ভাইরাল হয়েছেন তিনি। গান গাইছেন রানু মণ্ডল। তবে তিনি যে ভাষায় গান গাইছেন তা সবার পক্ষে বোঝা সহজ নয়। তবে তার কণ্ঠের মাধুর্য অবশ্যই লোভনীয়।
কিন্তু রানু মণ্ডলের এই স্টাইলটা ভক্তরা খুব একটা পছন্দ করেননি বলেই মনে হচ্ছে। রানু মণ্ডলের গান শোনার পর একজন ব্যবহারকারী লিখেছেন, 'তিনি কুরকুরে চাইছেন! একজন একজন ব্যবহারকারী রসিকতা করে প্রশ্ন করেছেন কাঞ্চনা ফিরে এসেছেন কিনা। আমাদের মনে করিয়ে দেওয়া যাক যে এর আগেও একবার রানু মণ্ডলের ওভার মেক আপ লুক ভাইরাল হয়েছিল। যদিও ততক্ষণে পরিষ্কার হয়ে গেছে ভিডিওটি ভুয়ো।