Advertisment

বাংলায় প্রশ্ন করলেও ইংরেজিতে বা হিন্দিতে উত্তর দিচ্ছেন রানু মন্ডল

গড়গড়িয়ে বলতে না পারলেও চেষ্টা চালিয়ে যান। কিন্তু হিন্দিতে খুব সাবলীল না হওয়ার তাকে বাংলায় বলতে বলা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাওয়ার অফ সোশাল মিডিয়া। রানাঘাট স্টেশন থেকে মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার রেকর্ড রুমে পৌঁছে গেছেন রানু মন্ডল। মুম্বইয়ের আলিসান হোটেল রেঁস্তোরা ঘুরে এখন সে ফিরেছে নিজের এলাকায়। তবে সামনে তার ব্যস্ত সিডিউল। হিমেশ রেশমিয়ার সঙ্গে দক্ষিণী ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন এতেই শেষ নয় গান গাওয়ার জন্য বিদেশ বিভুঁইতেও পারি দিচ্ছেন রানাঘাটের ভবঘুরে রানু মন্ডল।

Advertisment

তাই নিজের আদবকায়দা বদলাতে মরিয়া রানু মন্ডল। মুম্বই থেকে ফিরে নিজের স্কুলে আমন্ত্রিত তিনি। ছোট্ট কচিকাচাদের গান গেয়ে শোনান তিনি। এরপরই সেখানে উপস্থিত একজন প্রশ্ন করেন কেমন লাগছে নিজের স্কুলে এসে? রানু দেবী প্রশ্নের উত্তর দেন ইংরেজিতে, 'ভেরি নাইস'। এরপরই হিন্দিতে কথা বলতে শুরু করেন। তবে গড়গড়িয়ে বলতে না পারলেও চেষ্টা চালিয়ে যান। কিন্তু হিন্দিতে খুব সাবলীল না হওয়ার তাকে বাংলায় বলতে বলা হয়।

সোশাল মিডিয়ায় ফের ভাইরাল রানু মন্ডলের এই ভিডিও। ইতিমধ্যে, তাঁকে নিয়ে ছবিও তৈরি করতে চলেছেন এক বাঙালি পরিচালক। হৃষিকেশ মন্ডলের পরিচালনায় তৈরি হবে এই ছবি। আইনি চুক্তিতে সাক্ষরও করেছেন রানু মন্ডল।

viral
Advertisment