New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_3ec638.jpg)
হলুদ কচ্ছপের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
হলুদ কচ্ছপের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
হলুদ কচ্ছপের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
দেখা মলল বিরল প্রজাতির 'হলুদ কচ্ছপ', ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একটি হলুদ কচ্ছপের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পরে, লোকেরা মজার মন্তব্য করতে শুরু করেছেন।
প্রকৃতি রহস্যে ভরা। এখানে এমন অনেক প্রজাতি রয়েছে, যা আমরা আগে দেখিনি বা তাদের সম্পর্কে কোন কথা আমরা কখনও শুনিনি।
আজও এই পৃথিবীতে এমন অনেক প্রজাতির প্রাণী রয়েছে যা আপনি আগে কখনও দেখেন নি। সোশ্যাল মিডিয়ায় এবার দেখা মিলল বিরল প্রজাতির 'হলুদ কচ্ছপের'। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ এই হলুদ কচ্ছপকে দেখতে ভিড় জমাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে একটি হলুদ কচ্ছপকে পাত্রে রাখা জলে সাঁতার কাটতে দেখা যায়। কচ্ছপ আমরা সকলেই দেখেছি। তবে এই হলুদ কচ্ছপ একেবারেই বিরল। ঠিক সেই কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।
Rare yellow turtle spotted in India 🐢🟡pic.twitter.com/JKo02m2l8X
— RVCJ Media (@RVCJ_FB) March 21, 2024
এই ভিডিওটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২৫ হাজার মানুষ।