New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-103.jpg)
ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ ব্যবস্থা নেয় এবং মামলা দায়ের করে।
পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়ে ঘটে গেল চরম বিপত্তি। চিকেন কারিতেই মিলল আস্ত ইঁদুর। আর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বুক কেঁপে উঠবে।
ছুটির সন্ধ্যায় পরিবারের সঙ্গে ধাবায় খেতে গিয়ে যে এমনটা ঘটতে পারে তা ঘুণাক্ষরেও আঁচ করেনি বিবেক। সাধের চিকেন কারি অর্ডার করা হয় সঙ্গে ফ্রায়েড রাইস। কিছুক্ষণের মধ্যেই টেবিলে অর্ডার এসে পৌঁছায়। জিভে জল আনা খাবার আর বেশিক্ষণ ফেলে রাখতে চায়নি পরিবারের সদস্যরা। হঠাৎ করেই পাত্রের দিকে চোখে যেতেই চক্ষু চড়কগাছ। পাত্রে এমন কিছু দেখা গেল যা দেখে সবার হুঁশ উড়ে গেল। পাত্রে মাংসের পিসের সঙ্গে ছিল একটি মরা ইঁদুরও। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে, মাংসের টুকরো ছাড়াও প্লেটে রয়েছে একটি মরা ইঁদুর। সেটিকে চামচ দিয়ে তুলে নেওয়া হয়।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ঘটনাটি পাঞ্জাবের লুধিয়ানার বিখ্যাত প্রকাশ ধাবার, যেখানে চিকেন কারিতে ছিল একটি মরা ইঁদুরও। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ ব্যবস্থা নেয় এবং ধাবার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে।
Parkash dhaba Ludhiana. India Serve rat in chicken curry. Restaurant owner bribe the food inspector and go free??? Very poor standards in Kitchen of many Indian restaurants. Be aware . pic.twitter.com/chIV59tbq5
— NC (@NrIndiapolo) July 3, 2023
অন্যদিকে, ঘটনা প্রকাশ্যে আসার পর ধাবার মালিকও একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি দাবি করেন যে গ্রাহকরা ছাড় চান, তা না দেওয়াতেই এমন ভিডিও বানিয়ে তা ভাইরাল করা হয়। ঘটনার শিকার হওয়া ওই ব্যক্তির নাম বিবেক কুমার, তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ধাবার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।