প্রতিদিন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। এর মধ্যে কিছু ভিডিও আপনাকে হাসতে বাধ্য করে। আবার কিছু ভিডিও মাঝে মধ্যে ভাইরাল হয়, যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সম্প্রতি, একই রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে একটি ইঁদুরকে ডায়মণ্ড নেকলেস চুরি করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। চুরিতে ইঁদুর কতটা পটু তা এই ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না।
ভাইরাল হওয়া এই ভিডিওতে ইঁদুরের চুরিবিদ্যা দেখে আপনার চোখও ছানাবড়া হয়ে যাবে। আপনি প্রায়ই ইঁদুরকে খাবার চুরি করতে বা জিনিসপত্র নষ্ট করতে দেখেছেন, তবে এই ভাইরাল ভিডিওতে, একটি ইঁদুরকে খাবারের নয়, একটি হিরের নেকলেস চুরি করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। সোনা এবং হিরের গহনার প্রতি মানুষজনের বাড়তি আকর্ষণ থাকে তা বলে ইঁদুরও হিরের নেকলেস চুরি করছে দেখে হতবাক নেটপাড়ার মানুষজন। ভাইরাল হওয়া এই ভিডিওতে একটি ইঁদুরকে হিরের গহনা চুরি করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ভিডিওতে একটি কালো ইঁদুরকে খুব স্বাচ্ছন্দ্যে হিরের নেকলেস নিয়ে চম্পট দিতে দেখা যায়।
ইঁদুরের এই কাজ ক্যামেরায় রেকর্ড হওয়ার পরও তা দেখে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। এই ভিডিওটি @RajeshHinganka2 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে।
ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এখন এই ইঁদুর কার জন্য ডায়মণ্ড নেকলেস নিয়ে গেল।’ এখনও পর্যন্ত ৭৫ হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন, যেখানে শ’য়ে শ’য়ে মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, এটা কলিযুগ, এখন ইঁদুরেরও হিরের গহনার প্রয়োজন।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সিসিটিভিতে ধরা পড়েছে এই ভিডিও, নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে”।