Advertisment

রতন টাটার সর্বক্ষণের ছায়াসঙ্গী, চেনেন এই যুবককে?

উদ্ভাবনী ধারণা দিয়েই রতন টাটার মন জয়?

author-image
IE Bangla Web Desk
New Update
non-veg pani puri, chicken mutton puchka, trending News, Non Veg Gol gappe, non veg Pani Puri, Bengal Street Shop, West Bengal, viral, viral menu card, menu, viral news, trending news, Street Foods,

বিশ্বের বিখ্যাত শিল্পপতি রতন টাটা অনেকের কাছেই অনুপ্রেরণা। রতন টাটার বহু পুরনো ছবি ও ভিডিও হামেশাইক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রতন টাটা এমনই একজন যার সম্পর্কে সব জেনেও জানার ইচ্ছা যেন সাধারণের শেষ হয় না। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন তাহলে আপনি দেখতে পাবেন রতন টাটার সঙ্গে সব সময় দেখা যায় এক যুবককে। যিনি রতন টাটার ছায়াসঙ্গী। অনেকেই ভাবছেন এই যুবক কে। কেনই বা তিনি রতন টাটার সঙ্গে সব সময় থাকেন? এ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তিও রয়েছে।

যে যুবককে হামেশাই রতন টাটার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তিনি শান্তনু নাইডু এবং শান্তনু রতন টাটার ম্যানেজার এবং ব্যক্তিগত সহকারী। শান্তনু গত কয়েক বছর ধরে রতন টাটার সঙ্গে থেকেই কাজ করছেন। শান্তনু নাইডু রতন টাটার ব্যবসার পাশাপাশি তার বিনিয়োগও দেখাশোনা করেন। রতন টাটা শান্তনুকে নিজের ছেলের থেকে কোন অংশে কম মনে করেন না।

Advertisment

শান্তনু নিজে অটোমোবাইল ডিজাইন ইঞ্জিনিয়ার এবং কর্নেল থেকে এমবিএ করেছেন। রতন টাটাই শান্তনুকে কর্নেল থেকে এমবিএ করতে সাহায্য করেছিলেন। এরপর শান্তনুর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যোগ দিতে রতন টাটা নিজেই কর্নেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। এরপর টাটার সঙ্গে কাজ করার সুযোগ পান শান্তনু। শান্তনুরও নিজের কোম্পানি আছে। যার নাম গুডফেলো। এই সংস্থাটি প্রবীণদের নিয়ে কাজ করে। জীবনের শেষ পর্যায়ে সর্বোত্তম সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কাজ করে তার এই সংস্থা। এ ছাড়া তার একটি এনজিও রয়েছে। যার নাম Motopause. শান্তনুর কাছে এনজিও চালু করার মতো পর্যাপ্ত অর্থ না থাকায়, বাবার পরামর্শে শান্তনু নিজের হাতে রতন টাটাকে একটি চিঠি লিখেছিলেন। তারপর শান্তনুর সঙ্গে দেখা করার আমন্ত্রণ পাঠান রতন টাটা।

বছর ২৯-এর শান্তনু রতন টাটার সঙ্গে কাজ শুরু করেন। শান্তনু তার উদ্ভাবনী আইডিয়া দিয়ে রতন টাটার মন জয় করেছেন। রতন টাটা তার প্রতিটি ধারণাই খুব পছন্দ করেন, তাই শান্তনু শুধুমাত্র টাটার স্টার্ট-আপ বিনিয়োগের ধারনা দেন। শান্তনু নাইডুকে প্রথমবারের মতো টাটার সঙ্গে দেখা গিয়েছিল যখন তিনি ২০২১ সালে তার জন্মদিনে একসঙ্গে হাজির হয়েছিলেন। এরপর থেকে রতন টাটার ছায়াসঙ্গী শান্তনু।

ratan tata
Advertisment