Ratan Tata Viral Post: সাহায্যের আবেদন চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিখ্যাত শিল্পপতি রতন টাটার! 'রক্তদাতা'র সন্ধানে সোশ্যাল মিডিয়ায় রতন টাটার এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
মুম্বইকে উদ্দেশ্য করে রতন টাটা লিখলেন, পশু হাসপাতালে ভর্তি এই কুকুর ছানার জন্য সাহায্য চাই তাঁর। মুহূর্তে ভাইরাল হয়েছে তাঁর এই পোস্ট। প্রশংসা আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেশের শীর্ষ বিজনেজ টাইকুন রতন টাটা একটি পোস্টের মাধ্যমে আবারও মন জয় করে নিয়েছেন লাখো মানুষের। তিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন একটি কুকুর ছানাকে বাঁচানোর জন্য। জানা গিয়েছে জ্বর ও অন্যান্য গুরুতর অসুস্থ কুকুর ছানার রক্তের প্রয়োজন। তার জন্যই তিনি মুম্বইবাসীর কাছে কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসার আবেদন করেছেন। পোস্টে একটি ফোন নম্বরেরও উল্লেখ করেছেন তিনি। রতন টাটার এই পদক্ষেপের প্রশংসা করছেন সকলেই।
আরও পড়ুন : < Baby elephant video: বাথটাবে জলকেলিতে মত্ত হস্তিশাবক! ভিডিওটি আপনার মুখেও হাসি আনবে >
রতন টাটার পশুপ্রেম কারুর কাছে গোপন নয়। এখন তিনি ৭ মাস বয়সী কুকুর ছানাকে বাঁচাতে রক্তের জন্য মুম্বইয়ের মানুষের কাছে সাহায্য চেয়েছেন।
দাতার জন্য এই শর্তগুলো রাখা হয়েছিল
রতন টাটা পোস্টে লিখেছেন যে রক্তদাতার জন্য নিম্নলিখিত শর্তগুলি প্রয়োজনীয় (কেবল কুকুর) তিনি খুঁজছেন:
রক্তদাতা কুকুরের বয়স ১ থেকে ৮ বছরের মধ্যে হতে হবে।
কুকুরের ওজন ২৫ কেজি বা তার বেশি হওয়া উচিত।
যে কুকুর রক্ত দেবে তার অবশ্যই সম্পূর্ণরূপে টিকা দেওয়া থাকার পাশাপাশি কৃমিমুক্ত থাকতে হবে।
সাম্প্রতিক কোনো ধরনের অসুস্থতা না থাকা বাঞ্চনীয়।
নিশ্চিত করা দরকার ৬ মাসের মধ্যে কুকুরটির জ্বর হয়নি।
তাঁর এই পোস্টে কুকুর ছানাকে বাঁচানোর জন্য মুম্বইয়ের মানুষের কাছে সাহায্য চেয়েছেন রতন টাটা। এছাড়াও, একটি মোবাইল নম্বর (7021850400) পোস্টে দেওয়া হয়েছে। রতন টাটার এই পোস্টে মন্তব্য করে ব্যবহারকারীরা তার প্রচেষ্টার প্রশংসা করছেন। এই পোস্টে মন্তব্য থেকে জানা গেছে, অনেকেই এই নম্বরে ফোন করে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। তবে তিনি দাতা পেয়েছেন কি না তা এখনো জানা যায়নি।
রতন সম্প্রতি পশুদের চিকিৎসার জন্য তিনি মুম্বইয়ে একটি হাসপাতাল তৈরি করেছেন। এই হাসপাতালটি ২৪ ঘন্টা খোলা থাকে। এই হাসপাতালে কুকুর, বিড়াল, খরগোশ প্রভৃতি প্রাণীর চিকিৎসা করা হয়।