Advertisment

হ্যান্ডসাম চেহারায় মহিলাদের নজর কাড়তেন রতন টাটা? ভাইরাল যৌবনের ছবি

সাদা টিশার্টে বসে আছেন তিনি। মুখে মৃদু হাসি। কমেন্ট করে অনেকে জানিয়েছেন, তার চাওনিতেই কাত হতেন মহিলারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইনস্টাগ্রাম জুড়ে এখন শুধুই রতন টাটার যৌবনের ছবি। যা দেখে চমকে উঠেছেন নেট নাগরিকরা। এতটা হ্যান্ডসাম ছিলেন তিনি! প্রশ্ন তুলেছেন অনেকে। পাশাপাশি কত মহিলাকে কাত করেছেন সেই প্রসঙ্গও তুলেছেন নতুন প্রজন্ম।

Advertisment

৮২ বছরের টাটা কর্তা, সবে মাত্র ইনস্টাগ্রাম প্রোফাইল খুলেছেন নিজের। রতন টাটা নিজেই জানিয়েছেন লস এঞ্জলেসে থাকাকালীন ছবিটি তোলা হয়েছিল।#Throwbackthursday ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের পুরনো সেই ছবি আপলোড করেছেন তিনি।

ছবিটিতে দেখা যাচ্ছে, সাদা টিশার্টে বসে আছেন তিনি। মুখে মৃদু হাসি। কমেন্ট করে অনেকে জানিয়েছেন, তার চাওনিতেই কাত হতেন মহিলারা।

publive-image

publive-image

viral news viral
Advertisment