New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/dogs-love.jpg)
আজও যে কুকুরগুলোকে কিছু পরিবারের জন্য এরকম ভোগান্তি পোয়াতে হয় তাদের কথা ভেবে মন ভেঙে যায়।
অবশেষে পশু প্রেম নিয়ে মুখ খুললেন রতন টাটা। গত বছর তার মুম্বাইয়ের রেসিডেন্সি তে রাস্তার টিক জীর্ণ কাতর কুকুরকে নিয়ে এসেছিলেন তিনি। এই ঘটনা সে সময় মন কেরে ছিল কুকুর প্রেমীদের। সম্প্রতি তিনি রাস্তায় পড়ে থাকা না খেতে পাওয়া একটি কুকুরকে তার বিলাসবহুল বাসস্থানে নিয়ে এসেছেন। তিনি নিজেই সেই সংবাদ ইনস্টাগ্রামে তুলে ধরেছেন। এই ঘটনা মন কেড়েছে মেক নাগরিকদের।
ইনস্টাগ্রামে রতন টাটা দুঃখের সঙ্গে জানিয়েছেন," আজও যে কুকুরগুলোকে কিছু পরিবারের জন্য এরকম ভোগান্তি পোয়াতে হয় তাদের কথা ভেবে মন ভেঙে যায়। এতদিন তাদের বাড়ি ছিল, ঠিক একটা রাতের পরেই তাদের কাছে কেড়ে নেওয়া হয় সেই অধিকার। আপনাদের সাহায্য ছাড়া এই নয় মাস বয়সি এই কুকুরের জন্য একটি পরিবার খুঁজে দিতে পারব না"। কুকুরের দুটো ছবিও পোস্ট করেছেন রতন টাটা। যা রীতিমতো ভাইরাল হয়েছে। একাধিক কমেন্টস লাইক ও শেয়ার দেখা গেছে এই পোস্টটিকে ঘিরে।
আরও পড়ুন: ধীর গতিতে এসে আচমকাই ঝাঁপিয়ে পড়ল হরিণের উপর, দেখুন ভাইরাল ভিডিও