Advertisment

আপনার জন্যই রতন টাটার বিশেষ ইন্সটা পোস্ট, দেখেছেন তো?

৮৫ বছর বয়সী রতন টাটার পোস্টে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ratan tata post, ratan tata instagram, stray dogs, stray animals

দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা বর্ষার মরসুমে সকলের কাছে একটি আবেদন জানিয়েছেন। তাঁর সেই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। তিনি তাঁর এই ইন্সটা পোস্টে লিখেছেন, এই বর্ষায় গাড়ি চালানোর আগে ভাল করে গাড়ির নিচে দেখে নিন, বৃষ্টি এড়াতে কোনো কুকুর বা পশু সেখানে আশ্রয় নিয়েছে কিনা! টুইটার এবং ইনস্টাগ্রামে এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। শিল্প পতির প্রতি ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা।

Advertisment

টাটা গ্রুপের প্রধান রতন টাটা সামাজিক প্ল্যাটফর্ম টুইটারে তার 12.5 মিলিয়নেরও বেশি অনুগামীদের এবং Instagram-এ 8.5 মিলিয়নেরও বেশি অনুরাগীদের একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি বর্ষাকালে তাদের গাড়ি নিয়ে বেরোনোর আগে একটি সতর্কতা অবলম্বন করার জন্য লোকেদের অনুরোধ করেছেন৷ তিনি লিখেছেন বেরোনোর আগে গাড়ির নীচটা ভাল করে খেয়াল করে নিন।  ৮৫ বছর বয়সী রতন টাটা তার পোস্টে লিখেছেন, যে ‘বিড়াল এবং কুকুরের মত প্রাণীরা বর্ষাকালে গাড়ির নীচে আশ্রয় নেয়। আপনি যদি গাড়ির নিচ ভাল করে কেয়াল না করেন, তাহলে আপনার গাড়ির নীচে আশ্রয় নেওয়া কোন প্রাণী আহত, পঙ্গু এবং এমনকি মারাও যেতে পারে’। পোস্টের সঙ্গে একটি কুকুরের ছবিও শেয়ার করেছেন রতন টাটা।

মুম্বইতে টাটা গ্রুপের সদর দফতরে কুকুরদের জন্য একটি বিশেষ কক্ষ উৎসর্গ করা হয়েছে, যেখানে শনিবার নির্ধারিত সাপ্তাহিক স্নানের জন্য কুকুরের জন্য একটি পৃথক স্নানাগার তৈরি করা হয়েছে। হোটেল তাজের রান্নাঘর থেকে প্রতিদিন পথকুকুরদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।  যে রতন টাটার ম্যানেজার শান্তনু নাইডু ২০১৯ সালে পথ কুকুরদের বাঁচাতে রেডিয়াম কলার বেল্টে লাগানোর উদ্যোগও নেন।  

ratan tata
Advertisment