Advertisment

যাত্রীদের আগেই খাবার চেখে দেখছে ইঁদুর, প্যান্ট্রি কারের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় কাণ্ড

ভারতীয় রেলের পরিচ্ছন্নতার মান এবং যাত্রীদের স্বাস্থ্যের উদ্বেগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Rats Inside Train Pantry Video,11099 Mumbai Lokmanya Tilak Terminus-Madgaon Express,Madgaon Express,Mumbai- Lokmanya Tilak Terminus,Rats Inside Train Pantry,viral video"

ভারতীয় রেলের পরিচ্ছন্নতার মান এবং যাত্রীদের স্বাস্থ্যের উদ্বেগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

দূরপাল্লার ট্রেন জার্নির সময় আমাদের সকলেরই ভরসা রেলওয়া ক্যাটারিং সার্ভিসের খাবার। অনেক সময়ই ট্রেনে সার্ভ করা খাবার নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। তবে এবার সামনে এসেছে এমন এক ভিডিও যা দেখে চোখ কপালে নেটপাড়ার। দূরপাল্লার ট্রেনের প্যান্ট্রি কারে যাত্রীদের জন্য তৈরি করা খাবারের স্বাদ নিতে দেখা যাছে বেশ কয়েকটি ইঁদুরকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং লোকেরা এটি নিয়ে রেলের কাছে অভিযোগ করছে।

Advertisment

মাঙ্গিরিশ টেন্ডুলকার নামে এক যাত্রী দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করছিলেন। এসময় তিনি বলেন, 'প্যান্ট্রি কারে অন্তত ৬-৭টি ইঁদুরকে যাত্রীদের জন্য বানানো খাবার খেতে দেখে হতবাক হয়ে গিয়েছি। এখন এই ভিডিও মানুষকে ভাবতে বাধ্য করছে'। তিনি প্যান্ট্রি কারে ইঁদুরের খাবারের স্বাদভক্ষণের একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দাবানলের মত ছড়িয়ে পড়েছে। যা নিয়ে অনেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর পরে, ভারতীয় রেলের পরিচ্ছন্নতার মান এবং যাত্রীদের স্বাস্থ্যের উদ্বেগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। মাঙ্গিরিশ টেন্ডুলকার বলেছেন যে ভিডিওটি শ্যুট করার পরে, তিনি সেখানকার একজন আরপিএফ কনস্টেবলের কাছে অভিযোগ করেছিলেন, যিনি পালটা তাকেই রেল লাইনের দিকে তাকাতে বলেছিলেন, সেখানে ৫০০-৬০০ ইঁদুর আছে, সেই সঙ্গে তিনি জানিয়েছেন সেখান থেকে যদি ৫-৬টি ভিতরে প্রবেশ করে, তবে কী'ই বা করার থাকতে পারে'?

এই প্রতিক্রিয়ায় হতাশ হয়ে, ক্ষুব্ধ যাত্রী সহকারী স্টেশন ম্যানেজারকে ফোন করেন তিনি ফোন করে প্যান্ট্রি ম্যানেজারকে ডেকে পাঠান এবং পরবর্তীতে তিনিও অসহায়ত্ব প্রকাশ করে বলেছিলেন, প্যান্ট্রিতে প্রচুর ইঁদুর আছে, আমরা কী করতে পারি? যদিও ঘটনাটি এবং ভাইরাল ভিডিও সম্পর্কে রেলওয়ে এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে ইঁদুরগুলি প্যান্ট্রি কার কার্যত দখল করে রেখেছে। একটি ইঁদুর একটি খোলা পাত্রে উঠে কিছু খাবার খাচ্ছে। কিছু ইঁদুরকে প্যান্ট্রির চারপাশে দৌড়াতে দেখা গেছে যেখানে তাজা কাটা শাকসবজি রাখা ছিল।

Viral Video
Advertisment